Monday, August 25, 2025

মোদির লোকসভা কেন্দ্র থেকে উদ্ধার নাড্ডার স্ত্রীর চুরি যাওয়া গাড়ি!

Date:

ডবল ইঞ্জিন সরকারের যোগী রাজ্যে উদ্ধার হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) স্ত্রীর চুরি যাওয়া ফরচুনা গাড়ি। বারাণসীর যে এলাকা থেকে গাড়ি উদ্ধার হয়েছে সেটি আবার নরেন্দ্র মোদির (Narendra Modi) লোকসভা কেন্দ্র। সূত্রের খবর নাগাল্যান্ডে পাচার হওয়ার আগেই পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি নেতৃত্ব নিজের লোকসভা কেন্দ্রের দুষ্কৃতীদের দমন করতে পারে না, চুরি যাওয়া গাড়ির হদিশ মেলে প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা থেকে – সেই মোদি সরকারের গ্যারান্টি যে কতটা ভুয়ো তা সহজেই অনুমান করা যায়। ডবল ইঞ্জিন রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে পারছে না বিজেপি, অথচ বাংলায় এসে মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বড় বড় বুলি আওড়ে যাচ্ছেন কেন্দ্রের শীর্ষ নেতারা।

পুলিশ সূত্রে খবর, নাড্ডার গাড়ি চুরি হওয়ার ঘটনায় শাহিদ এবং শিবাঙ্গ ত্রিপাঠী নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তেরা দিল্লির বড়কলের বাসিন্দা। গত ১৯ মার্চ মল্লিকা নাড্ডার গাড়িটিকে সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছিল। অভিযুক্ত ২ যুবক গোবিন্দপুর এলাকার ওই সেন্টার থেকে গাড়ি চুরি করে পালিয়ে যান। বড়কলে নম্বরপ্লেট বদলানো হয়। তারপর গাড়িটিকে আলিগড়, লখিমপুর খেরি, বরেলী, সীতাপুর এবং লখনৌ হয়ে বারাণসীতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই নাগাল্যান্ডে পাচারের পরিকল্পনা চলছিল। চালকের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করে তদন্তে নামে দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে নরেন্দ্র মোদির লোকসভা এলাকা থেকে উদ্ধার হল গাড়ি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version