Saturday, August 23, 2025

নির্বাচনের মুখে বাড়ছে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। শনিবার ‘পরিকল্পিতভাবে’ ভূপতিনগরে এনআইএ আধিকারিকরা যে কাণ্ড ঘটিয়েছেন তার বিরুদ্ধে সরব এলাকাবাসী। কেন মধ্যরাতে অভিযান ,প্রশ্ন তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপরেও শনিবার মধ্যরাতে ফের ভূপতিনগরের অর্জুননগরে তিনজনের (সুবীর মাইতি, মানব পড়ুয়া, নবকুমার পান্ডা) বাড়িতে পৌঁছে যান NIA আধিকারিকরা। গোটা ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ঘটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের (TMC)। আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে থাকবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

দু’বছর আগে ভূপতিনগরের বাজি কারখানায় বিস্ফোরণ কান্ডের তদন্তে রয়েছে NIA। শুক্রবার মধ্যরাতে এবং শনিবার কাকভোরে পুলিশকে না জানিয়ে এলাকায় গিয়ে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করার অভিযোগ সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে। এই প্রসঙ্গে তৃণমূল জানিয়েছে বিজেপির পরিকল্পনা মতোই খুঁজে খুঁজে তৃণমূল নেতাদের টার্গেট করা হচ্ছে যাতে ভোটে ভারতীয় জনতা পার্টি নিজেদের প্রভাব বিস্তার করতে পারে। ভূপতিনগরের মানুষ বলছেন তৃণমূল নেতাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছে ভূপতিনগর থানার পুলিশ। ধৃত এক তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা বলে জানা যাচ্ছে। শনিবারই ভূপতিনগর থানায় ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক। এরপরই সরব রাজ্যের শাসক দল। কুণাল ঘোষ বলেন,যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে একটা বিষয় থাকে। স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু জানার থাকলে তিনি মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট চাইতে পারতেন। সেটা না করে সরাসরি থানায় ফোন কেন? যখন মনিপুর জ্বলতে থাকে, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হয় তখন এই গেরুয়া নেতৃত্ব কোথায় থাকেন?  ভোটের মুখে এলাকা ফাঁকা করার জন্য দিল্লিতে বসে চক্রান্ত করা হচ্ছে এবং কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বাংলায় তা ফলপ্রসূ করতে চাইছে বিজেপি। রবিবার NIA-র হাতে গ্রেফতার দুই তৃণমূল নেতার পরিবারে সঙ্গে কথা বলবেন চন্দ্রিমা – কুণাল।

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version