Wednesday, December 17, 2025

নির্বাচনের মুখে বাড়ছে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। শনিবার ‘পরিকল্পিতভাবে’ ভূপতিনগরে এনআইএ আধিকারিকরা যে কাণ্ড ঘটিয়েছেন তার বিরুদ্ধে সরব এলাকাবাসী। কেন মধ্যরাতে অভিযান ,প্রশ্ন তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপরেও শনিবার মধ্যরাতে ফের ভূপতিনগরের অর্জুননগরে তিনজনের (সুবীর মাইতি, মানব পড়ুয়া, নবকুমার পান্ডা) বাড়িতে পৌঁছে যান NIA আধিকারিকরা। গোটা ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ঘটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের (TMC)। আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে থাকবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

দু’বছর আগে ভূপতিনগরের বাজি কারখানায় বিস্ফোরণ কান্ডের তদন্তে রয়েছে NIA। শুক্রবার মধ্যরাতে এবং শনিবার কাকভোরে পুলিশকে না জানিয়ে এলাকায় গিয়ে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করার অভিযোগ সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে। এই প্রসঙ্গে তৃণমূল জানিয়েছে বিজেপির পরিকল্পনা মতোই খুঁজে খুঁজে তৃণমূল নেতাদের টার্গেট করা হচ্ছে যাতে ভোটে ভারতীয় জনতা পার্টি নিজেদের প্রভাব বিস্তার করতে পারে। ভূপতিনগরের মানুষ বলছেন তৃণমূল নেতাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছে ভূপতিনগর থানার পুলিশ। ধৃত এক তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা বলে জানা যাচ্ছে। শনিবারই ভূপতিনগর থানায় ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক। এরপরই সরব রাজ্যের শাসক দল। কুণাল ঘোষ বলেন,যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে একটা বিষয় থাকে। স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু জানার থাকলে তিনি মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট চাইতে পারতেন। সেটা না করে সরাসরি থানায় ফোন কেন? যখন মনিপুর জ্বলতে থাকে, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হয় তখন এই গেরুয়া নেতৃত্ব কোথায় থাকেন?  ভোটের মুখে এলাকা ফাঁকা করার জন্য দিল্লিতে বসে চক্রান্ত করা হচ্ছে এবং কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বাংলায় তা ফলপ্রসূ করতে চাইছে বিজেপি। রবিবার NIA-র হাতে গ্রেফতার দুই তৃণমূল নেতার পরিবারে সঙ্গে কথা বলবেন চন্দ্রিমা – কুণাল।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version