Wednesday, August 27, 2025

দীর্ঘদিনের বন্ধুত্বের পরিণতি যে এমন হবে তা ভাবেননি কখনও। অথচ প্রায় ২০ বছরের বন্ধু হাতিই পিষে মারল তার মাহুতকে। মায়াপুর ইস্কনের ওই মাহুতের মৃত্যুতে শোকের ছায়া। গুরুতর আহত আরও এক মাহুত। ইস্কন সূত্রে জানা গিয়েছে, অসমের কামরূপের বাসিন্দা ছিলেন ওই মৃত মাহুত সমুদ্র রাভা।
ইস্কন কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষ্ণুপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া নামে দুটি হাতি রয়েছে ইস্কন মন্দির চত্বরে। ৩০ বছর বয়সী এই হাতি দুটির প্রায় ২০ বছর ধরে দেখভাল করছেন তাদের মাহুতরা। স্বভাবতই শান্ত বলেই পরিচিত বিষ্ণুপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া। “মায়াপুরের বিভিন্ন শোভাযাত্রায় এই দুটি হাতি অংশগ্রহণ করে থাকে। কখনই কোনওদিনই গোলমাল করেনি”, বলে জানান মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্যান্য দিনের মত শনিবারও সন্ধ্যাবেলায় দুই হাতিকে ঘুরতে নিয়ে যান তাদের দীর্ঘদিনের বন্ধু দুই মাহুত। ফিরে এসে প্রতিদিনের মতো তাদের খেতে দিতে যান দুই মাহুত। তখনই ঘটে দুর্ঘটনা। হঠাৎই রেগে যায় লক্ষ্মীপ্রিয়া। সে মাহুত সমুদ্র রাভাকে আক্রমণ করে বসে। মৃত্যু হয় সমুদ্রর। গুরুতর আহত অবস্থায় হাসপাতলে চিকিৎসাধীন অন্য মাহুত।
লক্ষ্মীপ্রিয়ার হঠাৎ রেগে যাওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।“এটা খুবই দুঃখজনক ঘটনা, আমরা মর্মাহত” বলে জানিয়েছেন মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস। চিকিৎসকরা বোঝার চেষ্টা করছেন, হাতির এমন আচরণের আসল কারণ।






Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version