১৯ কেজি গাঁজা ইঁদুর সাবাড় করেছে! আদালতে আজব দাবি পুলিশের

এমন আজব কথা কখনও শুনেছেন? ইঁদুর নাকি গাঁজা সাবাড় করে দিচ্ছে এক নিমেষে। এমনই আজব দাবি করেছে ঝাড়খন্ড পুলিশ। সেখানে দাবি কতরা হয়েছে, পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজা এবং ভাং খেয়ে গিয়েছে ইঁদুর! ঝাড়খণ্ডের এক নিম্ন আদালতে মাদক সংক্রান্ত মামলার শুনানির সময় এমনটাই দাবি করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর গাঁজা এবং ভাং রাখার অভিযোগে শম্ভু আগরওয়াল নামে ধানবাদের এক ব্যবসায়ী এবং তাঁর পুত্রকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে মোট ১০ কেজি গাঁজা এবং ৯ কেজি ভাং উদ্ধার করা হয়েছিল।

প্রমাণ হিসাবে পেশ করার জন্য সেগুলি পুলিশের গুদামে রেখে দেওয়া হয়েছিল।সম্প্রতি ঝাড়খণ্ডের ওই নিম্ন আদালতের বিচারক তদন্তকারী পুলিশ আধিকারিক জয়প্রকাশ প্রসাদকে নির্দেশ দেন, বাজেয়াপ্ত করা মাদক আদালতে নিয়ে আসার। কিন্তু পুলিশ আদালতে তা জমা দিতে পারেনি। পুলিশের দাবি, বাজেয়াপ্ত করা সমস্ত গাঁজা এবং ভাং খেয়ে নিয়েছে ইঁদুর। গত শনিবার আদালতে এই নিয়ে একটি রিপোর্টও জমা দিয়েছে পুলিশ।পুলিশ কেন বাজেয়াপ্ত করা মাদক আদালতে নিয়ে আসতে পারেনি তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারক। যদিও কোনও সদুত্তর দিতে পারেনি পুলিশ।