Saturday, August 23, 2025

টিডিপি-বিজেপি-জনসেনা জোট অন্ধ্রে ক্ষমতায় এলেই সস্তায় মদ, ঘোষণা চন্দ্রবাবু নায়ডুর

Date:

ভোটের বাজারে সহজে বাজিমাত করতে মদকে হাতিয়ার করলেন তেলুগু দেশম পার্টির প্রধান তথা সে রাজ্যের প্রাক্তন চন্দ্রবাবু নায়ডু। অন্ধ্রপ্রদেশে লোকসভা এবং বিধানসভা ভোটের আগে সুরাপ্রেমীদের উদ্দেশে সোমবার তাঁর ঘোষণা টিডিপি-বিজেপি-জনসেনা জোট অন্ধ্রে ক্ষমতায় আসলে মদের দাম কমানো হবে। আমজনতা কম দামে ভাল মানের মদ পাবেন।চন্দ্রবাবু তাঁর বিধানসভা কেন্দ্র কুপ্পমে দলীয় সভায় যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি বলেন, আর ৪০ দিন পরে আমরা অন্ধ্রে সরকার গড়ব। ভাল মানের পাশাপাশি মদের দাম কমানোর দায়িত্বও আমরা নেব।প্রসঙ্গত, বছর কয়েক আগে অন্ধ্রের বিজেপি সভাপতি সোমু বীররাজুও প্রকাশ্যে মদের দাম কমানোর কথা ঘোষণা করেছিলেন।

অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসন এবং ১৭৫টি বিধানসভায় এক দফায় ভোট হবে আগামী ১৩ মে। বিজেপি এবং জনসেনা পার্টির সঙ্গে জোট করেছে চন্দ্রবাবুর দল। বিধানসভায় টিডিপি ১৪৪, জনসেনা ২১ এবং বিজেপি ১০টি আসনে লড়ছে। লোকসভায় টিডিপি ১৭, জনসেনা দু’টি এবং বিজেপি সাতটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে।

২০১৪ সালের নির্বাচনে বিজেপির সঙ্গে জোটে করেছিলেন চন্দ্রবাবু। কিন্তু অন্ধ্রের বিশেষ মর্যাদার দাবিতে ২০১৮ সালে এনডিএ ছেড়েছিল টিডিপি।২০১৯-এর লোকসভা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে তারা একাই লড়াই করেছিল। সেই ভোটে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টির কাছে হেরে মুখ্যমন্ত্রীর কুর্সি হারাতে হয় চন্দ্রবাবুকে। ছ’বছর পরে আবার এনডিএ-তে ফিরেছেন তিনি। ২০১৯ সালে একা লড়ে অন্ধ্রে লোকসভার তিনটি আসনে জিতেছিল টিডিপি। বাকি ২২টি পেয়েছিল ওয়াইএসআর কংগ্রেস। বিধানসভায় জগনের দল ১৫১টিতে জয় পায়। চন্দ্রবাবুর ঝুলিতে গিয়েছিল মাত্র ২৩টি।





Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...
Exit mobile version