সাতসকালে ই এম বাইপাসের ধারে অগ্নিকাণ্ড! ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই ফের শহর কলকাতায় (Kolkata) অগ্নিকাণ্ড। সোমবার সাতসকালে ই এম বাইপাসের (EM Bypass) ধারে প্রগতী ময়দান খানা এলাকায় আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন স্থানীয় একটি প্লস্টিকের সামগ্রীর গুদাম ও ডেকরেটর্সের দোকানে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৩টি ইঞ্জিন ঘন্টা দেড়েকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, সোমবার প্রগতি ময়দান থানা এলাকায় ওই প্লাস্টিকের সামগ্রীর গুদামে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর যায় দমকল ও পুলিশের কাছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। পৌঁছয় প্রগতী ময়দান থানার পুলিশও। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকার আকাশ। তবে এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় স্থানীয়দের। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই দূর্ঘটনা।

Previous articleসোমেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি! চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের
Next articleসাতসকালে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! খড়গপুরে উত্তেজনা