বৃষ্টির মাঝেও বাড়বে তাপমাত্রা, ফের লু অ্যালার্ট মৌসম ভবনের!

রবি-সোমের বৃষ্টি ভেজা মেঘলা আকাশ ঘর্মাক্ত দক্ষিণবঙ্গবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু মঙ্গলের সকাল থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। যত সময় এগোবে গরম বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ইদের দিন রাজ্যে বৃষ্টি হতে পারে। তবে আইএমডি (IMD) পূর্বাভাস দিয়েছে, রাজধানী দিল্লি-সহ বহু রাজ্য এই সপ্তাহে পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। ফের তাপপ্রবাহের সর্তকতা (Heatwave Alert) জারি হওয়ার সম্ভাবনা।

আগামী ২৪ ঘণ্টায় বাংলা, উত্তর-পূর্ব ভারত, ওড়িশা, বিহার এবং ছত্তিশগড়ে বিচ্ছিন্ন বজ্রপাত এবং ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। উত্তর-পূর্ব অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটির প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে যেমন বৃষ্টি হবে, তেমনই দক্ষিণবঙ্গেও বর্ষণ হতে পারে। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বৃহস্পতিবার এইসব জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। শুক্রবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

 

Previous articleনজরে হুগলি, আজ সিঙ্গুরে সাংগঠনিক বৈঠকে অভিষেক
Next articleস্কুলে বোমার হুমকি ‘ভুয়ো’, বিবৃতি প্রকাশ করল কলকাতা পুলিশ