Wednesday, November 12, 2025

রাজ্যে আরও ১০০ কোম্পানি আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের!

Date:

১৯ এপ্রিল থেকে রাজ্যে প্রথম দফায় লোকসভা নির্বাচন (Loksabha Election)শুরু হচ্ছে। এর মধ্যে ১৭৭ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছেছে। এবার আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Ministry of Home Affairs) তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে।

নির্বাচনে অশান্তি এড়াতে বাংলায় একের পর এক কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করে চলেছে কমিশন। এমনিতেই সাত দফা নির্বাচন চলবে প্রায় দেড় মাস ধরে। তার উপর কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে এক মাস আগে থেকেই। সবমিলিয়ে লাটে উঠেছে স্কুল কলেজের পড়াশোনা। সাধারণ মানুষ বলছেন এটা কি ভোট নাকি জেলখানা যে এভাবে বাহিনী মোতায়ন করে নির্বাচন করাতে হবে। খুব স্বাভাবিকভাবেই বাংলায় এত বেশি সংখ্যায় বাহিনী মোতায়েন করার কমিশনের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যের শাসকদল বলছে আসলে নির্বাচন কমিশন বিজেপির কথামতো কাজ করছে। সেই কারণেই বাংলার উপর এত তীব্র আক্রোশ নেমে আসছে।আগামী ১৯ এপ্রিল, শুক্রবার থেকে পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩ কেন্দ্রে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফায় বুথের সংখ্যা ৫৮১৪। কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়, সেক্ষেত্রে বিধানসভা পিছু কমপক্ষে ১৫ কোম্পানি বাহিনী প্রয়োজন। সেই হিসেবে তিনটি লোকসভা কেন্দ্রের জন্য লাগবে মোট ৩১৫ কেন্দ্রীয় বাহিনী। সব বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না রাখা যায় সে ক্ষেত্রে সশস্ত্র পুলিশ থাকবে বলে কমিশন সূত্রে খবর।

 

Related articles

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...
Exit mobile version