Saturday, August 23, 2025

রাজ্যে আরও ১০০ কোম্পানি আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের!

Date:

১৯ এপ্রিল থেকে রাজ্যে প্রথম দফায় লোকসভা নির্বাচন (Loksabha Election)শুরু হচ্ছে। এর মধ্যে ১৭৭ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছেছে। এবার আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Ministry of Home Affairs) তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে।

নির্বাচনে অশান্তি এড়াতে বাংলায় একের পর এক কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করে চলেছে কমিশন। এমনিতেই সাত দফা নির্বাচন চলবে প্রায় দেড় মাস ধরে। তার উপর কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে এক মাস আগে থেকেই। সবমিলিয়ে লাটে উঠেছে স্কুল কলেজের পড়াশোনা। সাধারণ মানুষ বলছেন এটা কি ভোট নাকি জেলখানা যে এভাবে বাহিনী মোতায়ন করে নির্বাচন করাতে হবে। খুব স্বাভাবিকভাবেই বাংলায় এত বেশি সংখ্যায় বাহিনী মোতায়েন করার কমিশনের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যের শাসকদল বলছে আসলে নির্বাচন কমিশন বিজেপির কথামতো কাজ করছে। সেই কারণেই বাংলার উপর এত তীব্র আক্রোশ নেমে আসছে।আগামী ১৯ এপ্রিল, শুক্রবার থেকে পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩ কেন্দ্রে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফায় বুথের সংখ্যা ৫৮১৪। কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়, সেক্ষেত্রে বিধানসভা পিছু কমপক্ষে ১৫ কোম্পানি বাহিনী প্রয়োজন। সেই হিসেবে তিনটি লোকসভা কেন্দ্রের জন্য লাগবে মোট ৩১৫ কেন্দ্রীয় বাহিনী। সব বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না রাখা যায় সে ক্ষেত্রে সশস্ত্র পুলিশ থাকবে বলে কমিশন সূত্রে খবর।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version