Thursday, November 13, 2025

লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার রাজ্যে প্রথমবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উত্তরের জেলার মধ্যে অপেক্ষাকৃত ‘নিরাপদ’ বালুরঘাট (Balurghat) কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার করেন তিনি। সকাল ১০টায় বালুরঘাট কেন্দ্রের বুনিয়াদপুরের পতরায় সভা করবেন তিনি। প্রথম ও দ্বিতীয় দফায় যে সব কেন্দ্রে নির্বাচন তার মধ্যে একাধিক লোকসভা বিজেপির দখলে থাকলেও প্রথম জনসভার জন্য প্রার্থী ঘোষণার দিক থেকে সবথেকে নিরাপদ জায়গায় থাকা সুকান্ত মজুমদারের কেন্দ্রকেই বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)।

রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পরে প্রবল অসন্তোষের মুখে পড়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও সমস্যার সমাধান করতে হয় বলে বিক্ষুব্ধ নেতারাই দাবি করেন। উত্তরের একাধিক জেলা ও লোকসভা আসন বিজেপির দখলে থাকলেও এই নির্বাচনে সেখানেও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল কেন্দ্রীয় নেতৃত্বকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। এখনও দুই কেন্দ্রে প্রার্থীই দিতে পারেনি কেন্দ্রের শাসকদল। এর মধ্যে অপেক্ষাকৃত ঝামেলামুক্ত কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও বালুরঘাট। তার মধ্যে কোচবিহার ও জলপাইগুড়িতে সভা করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তাই পরবর্তী নিরাপদ কেন্দ্র বালুরঘাটকেই বেছে নিয়েছেন অমিত শাহ।

মঙ্গলবার অসমে নির্বাচনী প্রচারে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের লখিমপুরের সভা থেকে এদিন অবশ্য সিএএ-এনআরসি (CAA-NRC) নিয়ে কোনও বার্তা দেননি তিনি। অরুনাচল প্রদেশের ৩০টি শহরের নাম বদলে চিনের মুখপাত্র ঘোষণা করে দেওয়ার পরও সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি মোদি জমানায় এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন। বুধবার CAA-NRC নিয়ে বাংলায় কী বার্তা দেন অমিত শাহ তারই অপেক্ষা।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version