মুখ্যমন্ত্রীর ঢালাও উন্নয়ন, প্রচারে বেরিয়ে মুখ পুড়ল বিজেপি প্রার্থী সজলের

প্রচারে বেরিয়ে স্থানীয় মহিলা বাসিন্দার সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়লেন বরানগরের বিজেপি প্রার্থী

রাজনীতির ময়দানে যে কতটা বেমানান বরানগর উপ নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ, তা মঙ্গলবার এক লহমায় প্রকাশ হয়ে গেল। এদিন প্রচারে বেরিয়ে স্থানীয় মহিলা বাসিন্দার সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়লেন বরানগরের বিজেপি প্রার্থী। মঙ্গলবার এক নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্ক এলাকায় ভোট প্রচার করতে সকাল সকাল বেরিয়েছিলেন সজল। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছিলেন সজল ঘোষ। সেই সময় সমাপ্তি ধর নামে এক মহিলার কাছে ভোট চাইতে যান বিজেপি প্রার্থী।

এরপরই ওই মহিলার তোপের মুখে পড়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন সজল। মহিলা বিজেপি প্রার্থীকে সরাসরি প্রশ্ন করে জানতে চান,তিনি কেন সজলকে ভোট দেবেন?মহিলা স্পষ্ট বলে দেন, রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথী সহ বহু প্রকল্প চালু করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা তৃণমূলকেই ভোট দেবেন।এই কথা শোনার পর মেজাজ হারিয়ে বিজেপি প্রার্থী ওই মহিলা ভোটারকে নানান প্রশ্ন করতে থাকেন । রীতিমতো সজল ওই মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। বাদানুবাদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মূহুর্তে ভাইরাল হয়। ভোট প্রচারে এসে ভোট দেওয়া নিয়ে প্রকাশ্যে বিজেপি প্রার্থীর সঙ্গে স্থানীয় মহিলার এই বিবাদে জড়িয়ে পড়া দেখে পোড় খাওয়া রাজনীতিবিদরা মুচকি হেসেছেন। বিজেপি প্রার্থী সজল ঘোষ অবশ্য বলেন, তর্কাতর্কির কোনও ঘটনাই ঘটেনি। মানুষ প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি। আর শাসকদল বলছে, প্রার্থী না পেয়ে আনকোরা লোককে ভোটের ময়দানে নামিয়ে দিলে এমন দৃশ্য আরও দেখবে মানুষ।