ভোটের মুখে তালেগোলে নিয়োগ তদন্ত! মুখ্যসচিবকে রিপোর্টের জন্য চাপ

অনুমতি দেওয়ার জন্য ২৩ এপ্রিল শেষ সময়সীমা বেঁধে দেওয়া হল। রিপোর্ট পেশ না হলে তাঁকে আদালতে তলব করার নির্দেশ দেওয়া হতে পারে, নির্দেশ বিচারপতির

নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ফের নিয়োগ তদন্তে রাজ্যের মুখ্যসচিবকে (Chief Secretary) রিপোর্ট পেশের জন্য চাপ। মঙ্গলবার মুখ্যসচিবের রিপোর্ট পেশের দিন থাকলেও নির্বাচন প্রক্রিয়ার জন্য রাজ্যের পক্ষ থেকে সেই রিপোর্ট পেশ সম্ভব হয়নি বলে আদালতে জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের জবাবে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচি মামলার পরবর্তী শুনানির দিন রিপোর্ট পেশের ‘শেষ’ সময়সীমা বেঁধে দেন। মামলার পরবর্তী শুনানি ২৩ এপ্রিল।

নিয়োগ মামলায় সিবিআই (CBI) রাজ্য সরকারের যে আধিকারিকদের গ্রেফতার করেছে তাঁদের বিরুদ্ধে তদন্ত করার জন্য রাজ্যের অনুমোদন প্রয়োজন সিবিআই-এর। আধিকারিকদের গ্রেফতারের কয়েক মাস পরে তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে চেয়ে সরকারের অনুমতি চাওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। নির্বাচন প্রক্রিয়া চলার জন্য এই সংক্রান্ত বিষয়ে কোনও রিপোর্ট এখন পাঠানো সম্ভব না বলে জানানো হয় মুখ্য়সচিবের তরফে। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, এই অনুমতি দেওয়ার কোনও অধিকার নেই রাজ্যের। মুখ্যসচিবের সম্মান রাখতে তাঁর অনুমতি চাওয়া হয়েছে। সেই অনুমতি দেওয়ার জন্য ২৩ এপ্রিল শেষ সময়সীমা বেঁধে দেওয়া হল। রিপোর্ট পেশ না হলে তাঁকে আদালতে তলব করার নির্দেশ দেওয়া হতে পারে, নির্দেশ বিচারপতির।