Friday, November 14, 2025

২০২২ সালেই রুতুরাজকে নেতৃত্বের কথা জানিয়েছিলেন ধোনি, জানালেন সিএসকে অধিনায়ক

Date:

২০২২ সালেই রুতুরাজ গায়কোয়াডকে নেতৃত্বের কথা জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই বছর ধোনি রুতুরাজকে বলে দিয়েছিলেন তৈরি থাকতে। সোমবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এমনটাই জানালেন সিএসকে অধিনায়ক  রুতুরাজ।

২০২২ আইপিএলে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মাহি। সে বছর অধিনায়ক করা হয় রবীন্দ্র জাদেজাকে। তবে সেবার আইপিএলে জাদেজার নেতৃত্ব একে বারেই ব্যর্থ থেকে চেন্নাই। যার ফলে মাঝেই আবার অধিনায়ক করা হয় ধোনিকে। আর সে বছরই নাকি রুতুরাজকে বলে দেওয়া হয়েছিল দলের নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত হতে। এই নিয়ে চেন্নাই অধিনায়ক বলেন, “ ২০২২ সালের সেই দিনটা আমার এখনও মনে রয়েছে। যে দিন আমাকে প্রথমবার নেতৃত্বের কথা বলা হয়েছিল। বলা হয়, ‘পরের বছর নয়, সম্ভবত তারপর থেকে তোমাকে নেতৃত্ব দিতে হবে। সেভাবে নিজেকে প্রস্তুত কর।’ তখন থেকে নিজের মতো করে প্রস্তুতি শুরু করি। সত্যিই আমার কাছে নেতৃত্ব আসবে, না অন্য কাউকে বেছে নেওয়া হবে, সেটা নিয়ে তেমন ভাবিনি। দল থেকে যেটা বলা হয়েছিল, সেটাই শুনেছিলাম।“

এরপরই রুতুরাজ আরও বলেন, “ সত্যি বলতে, ধোনি ভাই আমাকে প্রথম বলেন। খুব বেশি কথা হয়নি তখন। খুব সাধারণ আলোচনার সময় কথাটা বলেছিলেন। একদিন অনুশীলনের মাঝে এগিয়ে এসে কথাটা আমাকে বলেছিলেন ধোনি ভাই। শুনে ভাল লেগেছিল। একই সঙ্গে ধোনির মতো ক্রিকেটারের জুতোয় পা গলানোর বিষয়টাও মাথায় এসেছিল। প্রাথমিক ভাবে শুধু ভেবেছিলাম, দায়িত্ব পেলে দলের এত দিনের সংস্কৃতিকে বজায় রাখার চেষ্টা করব।”

আরও পড়ুন- মাঠেই মেজাজ হারালেন রোনাল্ডো, বিপক্ষ ফুটবলারের বুকে চালান কনুই, ভাইরাল ভিডিও

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version