বাজলো রূপাঞ্জনা-রাতুলের বিয়ের সানাই, বৈশাখেই এক হচ্ছে চার হাত

ভারতবর্ষের রোমান্টিক আইকন তো বলেই গেছেন "পেয়ার দোস্তি হ্যায়"। তাই ৬ বছরের বন্ধুত্বকে এবার এক নতুন নাম দিয়ে দাম্পত্যের ইনিংস শুরু করতে তৈরি টলিপাড়ার রাতুল- রূপাঞ্জনা।

৬ বছর প্রেমের পর এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র (Rupanjana Moitra) ও রাতুল বন্দ্যোপাধ্যায় (Ratul Banerjee)। বন্ধুত্বের সম্পর্ক এবার দাম্পত্যের সামাজিক স্বীকৃতি পাচ্ছে। আগামী ১৯ এপ্রিল ঘর বাঁধছেন তারকা যুগল। সূত্রের খবর রাজারহাট নিউটাউনের একটি হোটেলেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে।

গতবছর ২৩ ফেব্রুয়ারি দার্জিলিংয়ে বাগদান সেরেছিলেন। এবার বৈশাখী বিয়ের লগ্নে ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনসম্মতভাবে স্বামী স্ত্রী হতে চলেছেন রাতুল- রূপাঞ্জনা। হিন্দু বিয়ের সমস্ত রীতি মেনেই বিয়ে হবে। সেদিনই রিসেপশনের আয়োজন করা হয়েছে। বিচ্ছেদের পর ২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে একাই বড় করেছেন রূপাঞ্জনা। পাশে পেয়েছেন বন্ধু রাতুলকে। শুটিং ফ্লোরেই আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। হবু বর প্রায় চার বছরের ছোট, ট্রোলিং এর সম্ভাবনা রয়েছে কি ? রূপাঞ্জনা এই সবকিছুকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায় আজকের দিনে এটা কোনও ইস্যু হতে পারেনা। অভিষেক-ঐশ্বর্য্য থেকে শুরু করে নিক-প্রিয়াংকা প্রত্যেকের ক্ষেত্রেই গোড়াতে এই নিয়ে আলোচনা হলেও এখন সবার মুখে কুলুপ । আসল কথা হল নিজেদের মধ্যে ভাল বোঝাপড়া গড়ে ওঠা। আর ভারতবর্ষের রোমান্টিক আইকন তো বলেই গেছেন “পেয়ার দোস্তি হ্যায়”। তাই ৬ বছরের বন্ধুত্বকে এবার এক নতুন নাম দিয়ে দাম্পত্যের ইনিংস শুরু করতে তৈরি টলিপাড়ার রাতুল- রূপাঞ্জনা।