Thursday, August 21, 2025

আন্দোলনরত তৃণমূলের সমর্থনে আপ, মন্দিরমার্গ থানায় নেতারা

Date:

Share post:

রাজধানীতে প্রতিবাদ আরও জোড়ালো হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল দল। এই কারণে শাহের পুলিশের কোপের মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেতাদের। সোমবার রাতভর দিল্লির মন্দির মার্গ থানাতে আটকে ছিলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। তবে মঙ্গলবার সকাল থেকেই অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ, আন্দোলনে শামিল আম আদমি পার্টি।

এদিন সকালে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাকেতদের সঙ্গে দেখা করতে আসেন আপের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, দেশে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আদর্শ আচরন বিধি লাগু হয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলি বিরোধীদের অপর চাপ সৃষ্টি করছে। বিরোধীরা যাতে ঠিকঠাকভাবে না প্রচার করতে পারে তার জন্য ইচ্ছাকৃত নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল যখন নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে আলোচনা করতে গেলেন তখন তাঁদের আটক করা হল। এদিকে কনৌট প্লেসে বিজেপি নেতৃত্ব প্রতিবাদ করছে যেখানে কোনও জমায়েত করার নিয়ম নেই। সেখানে তো শাহের পুলিশ বিজেপি নেতাদের ছুঁতেও পারেনি। আর তৃণমূল নেতারা শান্তিপূর্ণ অবস্থান করার পরও তাঁদের আটক করা হল।

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে গত শনিবার গ্রামে তল্লাশি চালিয়ে ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। বিজেপির নির্দেশে এজেন্সি এই কাণ্ড ঘটিয়েছে অভিযোগ তুলেছে তৃণমূল। ভোটের আগে গেরুয়া শীবিরের অঙ্গুলিহেলনেই তৃণমূল এজেন্টদের গ্রেফতার করছে এজেন্সির কর্তারা। এই পরিস্থিতিতে ৪ কেন্দ্রীয় এজেন্সির মাথাদের অপসারণ চেয়ে গতকাল কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ডেরেকরা। সেখান থেকে বেরিয়ে ২৪ ঘণ্টার ধরনা কর্মসূচির কথা ঘোষণা করেন দোলা সেন। শান্তিপূর্ণ অবস্থানের পরেও সেখানে শাহের পুলিশ নির্লজ্জভাবে তৃণমূল নেতাদের সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় দিল্লির মন্দির মার্গ থানায়। অভিযোগ, প্রায় সারা রাত তৃণমূল নেতাদের আটক করে রাখা হয় থানাতেই। পরে ছেড়ে দেওয়া হলে থানার বাইরেই অবস্থানে বসেন দোলা সেন, শান্তনু সেন, ডেরেক ও’ব্রায়েন, সাগরিক ঘোষ, অর্পিতা ঘোষ সহ ১০ জনের প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত অবস্থান চলবে। কমিশনের বাইরে অবস্থান করতে পারিনি, থানাতেই কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন দোলা সেন।

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...