Saturday, August 23, 2025

রাজধানীতে প্রতিবাদ আরও জোড়ালো হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল দল। এই কারণে শাহের পুলিশের কোপের মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেতাদের। সোমবার রাতভর দিল্লির মন্দির মার্গ থানাতে আটকে ছিলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। তবে মঙ্গলবার সকাল থেকেই অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ, আন্দোলনে শামিল আম আদমি পার্টি।

এদিন সকালে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাকেতদের সঙ্গে দেখা করতে আসেন আপের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, দেশে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আদর্শ আচরন বিধি লাগু হয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলি বিরোধীদের অপর চাপ সৃষ্টি করছে। বিরোধীরা যাতে ঠিকঠাকভাবে না প্রচার করতে পারে তার জন্য ইচ্ছাকৃত নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল যখন নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে আলোচনা করতে গেলেন তখন তাঁদের আটক করা হল। এদিকে কনৌট প্লেসে বিজেপি নেতৃত্ব প্রতিবাদ করছে যেখানে কোনও জমায়েত করার নিয়ম নেই। সেখানে তো শাহের পুলিশ বিজেপি নেতাদের ছুঁতেও পারেনি। আর তৃণমূল নেতারা শান্তিপূর্ণ অবস্থান করার পরও তাঁদের আটক করা হল।

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে গত শনিবার গ্রামে তল্লাশি চালিয়ে ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। বিজেপির নির্দেশে এজেন্সি এই কাণ্ড ঘটিয়েছে অভিযোগ তুলেছে তৃণমূল। ভোটের আগে গেরুয়া শীবিরের অঙ্গুলিহেলনেই তৃণমূল এজেন্টদের গ্রেফতার করছে এজেন্সির কর্তারা। এই পরিস্থিতিতে ৪ কেন্দ্রীয় এজেন্সির মাথাদের অপসারণ চেয়ে গতকাল কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ডেরেকরা। সেখান থেকে বেরিয়ে ২৪ ঘণ্টার ধরনা কর্মসূচির কথা ঘোষণা করেন দোলা সেন। শান্তিপূর্ণ অবস্থানের পরেও সেখানে শাহের পুলিশ নির্লজ্জভাবে তৃণমূল নেতাদের সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় দিল্লির মন্দির মার্গ থানায়। অভিযোগ, প্রায় সারা রাত তৃণমূল নেতাদের আটক করে রাখা হয় থানাতেই। পরে ছেড়ে দেওয়া হলে থানার বাইরেই অবস্থানে বসেন দোলা সেন, শান্তনু সেন, ডেরেক ও’ব্রায়েন, সাগরিক ঘোষ, অর্পিতা ঘোষ সহ ১০ জনের প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত অবস্থান চলবে। কমিশনের বাইরে অবস্থান করতে পারিনি, থানাতেই কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন দোলা সেন।

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version