Monday, November 3, 2025

আন্দোলনরত তৃণমূলের সমর্থনে আপ, মন্দিরমার্গ থানায় নেতারা

Date:

রাজধানীতে প্রতিবাদ আরও জোড়ালো হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল দল। এই কারণে শাহের পুলিশের কোপের মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেতাদের। সোমবার রাতভর দিল্লির মন্দির মার্গ থানাতে আটকে ছিলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। তবে মঙ্গলবার সকাল থেকেই অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ, আন্দোলনে শামিল আম আদমি পার্টি।

এদিন সকালে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাকেতদের সঙ্গে দেখা করতে আসেন আপের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, দেশে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আদর্শ আচরন বিধি লাগু হয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলি বিরোধীদের অপর চাপ সৃষ্টি করছে। বিরোধীরা যাতে ঠিকঠাকভাবে না প্রচার করতে পারে তার জন্য ইচ্ছাকৃত নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল যখন নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে আলোচনা করতে গেলেন তখন তাঁদের আটক করা হল। এদিকে কনৌট প্লেসে বিজেপি নেতৃত্ব প্রতিবাদ করছে যেখানে কোনও জমায়েত করার নিয়ম নেই। সেখানে তো শাহের পুলিশ বিজেপি নেতাদের ছুঁতেও পারেনি। আর তৃণমূল নেতারা শান্তিপূর্ণ অবস্থান করার পরও তাঁদের আটক করা হল।

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে গত শনিবার গ্রামে তল্লাশি চালিয়ে ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। বিজেপির নির্দেশে এজেন্সি এই কাণ্ড ঘটিয়েছে অভিযোগ তুলেছে তৃণমূল। ভোটের আগে গেরুয়া শীবিরের অঙ্গুলিহেলনেই তৃণমূল এজেন্টদের গ্রেফতার করছে এজেন্সির কর্তারা। এই পরিস্থিতিতে ৪ কেন্দ্রীয় এজেন্সির মাথাদের অপসারণ চেয়ে গতকাল কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ডেরেকরা। সেখান থেকে বেরিয়ে ২৪ ঘণ্টার ধরনা কর্মসূচির কথা ঘোষণা করেন দোলা সেন। শান্তিপূর্ণ অবস্থানের পরেও সেখানে শাহের পুলিশ নির্লজ্জভাবে তৃণমূল নেতাদের সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় দিল্লির মন্দির মার্গ থানায়। অভিযোগ, প্রায় সারা রাত তৃণমূল নেতাদের আটক করে রাখা হয় থানাতেই। পরে ছেড়ে দেওয়া হলে থানার বাইরেই অবস্থানে বসেন দোলা সেন, শান্তনু সেন, ডেরেক ও’ব্রায়েন, সাগরিক ঘোষ, অর্পিতা ঘোষ সহ ১০ জনের প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত অবস্থান চলবে। কমিশনের বাইরে অবস্থান করতে পারিনি, থানাতেই কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন দোলা সেন।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version