Saturday, August 23, 2025

দিল্লি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal)। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি বেআইনি নয় বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। দিল্লি হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আপ সুপ্রিমো (AAP Supremo)।


দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। এরপরেই তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপ প্রধান। এদিকে গত বুধবার দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে করা মামলার রায়দান সংরক্ষিত রেখেছিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার রায়দানের সময় দিল্লি হাই কোর্ট জানিয়েছে, কেজরিওয়ালের গ্রেফতারি আইন মেনেই করা হয়েছে। ইডি আদালতে জানিয়েছে, কেজরির বিরুদ্ধে তাদের হাতে প্রমাণও রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার মূলচক্রী হিসাবেও দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি, তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরই আপের অভিযোগ, প্রথম থেকেই নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্টের রায় আমাদের মেনে নিতে সমস্যা হচ্ছিল। বর্তমানে আপ সুপ্রিমো শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানে সুবিচারের আশায় আপ‌।

এদিকে, ১ এপ্রিল আবগারি মামলায় কেজরিওয়ালকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেজরির আবেদন খারিজ করে হাই কোর্ট জানিয়েছে যে, আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version