Wednesday, August 27, 2025

অবশেষে আসানসোলে প্রার্থী ঘোষণা বিজেপির! এখনও ঝুলে ডায়মন্ড হারবার

Date:

অনেক টালবাহানার পর অবশেষে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি ঘোষণা করল বিজেপি। অবশেষে সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার উপর ভরসা রাখল পদ্ম শিবির। ভোজপুরি সুপার স্টার পবন সিংকে এই কেন্দ্রে শুরুতেই প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তিনি ভোটে লড়তে রাজি না হওয়ায় এবার সেখানে সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে প্রার্থী করতে হল বিজেপিকে। তবে এখনও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না বিজেপি।

এদিকে, প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরে প্রাথমিক প্রতিক্রিয়ায় অহলুওয়ালিয়া বলেছেন, “এইমাত্র জেনেছি। প্রার্থীর তালিকা দেখেই জানলাম। বৃহস্পতিবারেই আসানসোল যাচ্ছি।”

প্রসঙ্গত, এই নিয়ে পর পর তিনটি লোকসভা ভোটে অহলুওয়ালিয়া রাজ্যের তিনটি পৃথক আসন থেকে টিকিট দেওয়া হল। প্রথম বার তিনি জিতেছিলেন দার্জিলিং থেকে। সে বার তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। দ্বিতীয় বার তাঁকে টিকিট দেওয়া হয়েছিল বর্ধমান-দুর্গাপুর আসন থেকে। সে বারেও তিনি জেতেন। তবে তাঁকে আর মন্ত্রী করা হয়নি। তৃতীয় বারেও তাঁর আসন বদলাল। তাঁকে টিকিট দেওয়া হল আসানসোল থেকে।

আগের দুবারই সাংসদ হিসেবে চরম ব্যর্থ অহলুওয়ালিয়া। কারণ, দার্জিলিং কিংবা বর্ধমান দুর্গাপুর, দুটি কেন্দ্রে জিতলেও এলাকার মানুষ সাংসদকে দেখতে পাননি বলে অভিযোগ ছিল। এমনকী, দার্জিলিং ও বর্ধমান দুর্গাপুরে তাঁর নামে “নিখোঁজ” পোস্টারও পড়েছিল। সেই কারণেই বারে বারে তাঁকে আসন বদলাতে হয়। এবার তাঁর টিকিট পাওয়ার কোনও সম্ভাবনাই ছিল না। কিন্তু পবন সিং রাজি না হওয়ায় অহলুওয়ালিয়ার ভাগ্য খুলে গেল।

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version