Thursday, August 21, 2025

চলচ্চিত্র সমালোচকরা ভূয়সী প্রশংসা করার পরও আটকে গেল অজয় দেবগন (Ajay Devgan)অভিনীত ‘ময়দান’ (Maidan)ছবির মুক্তি। চিত্রনাট্য চুরির অভিযোগে ‘ময়দান’- এর রিলিজে স্থগিতাদেশ দিল আদালত। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনাট্যকার অনিল শর্মা (Anil Sharma) অভিযোগের ভিত্তিতেই নির্দেশ আদালতের।

অনিল জানান, ২০১৮ সালে তিনি একটি চিত্রনাট্য লিখেছিলেন। তা দিয়েই তৈরি হয়েছে অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। অনিলের কথা অনুযায়ী তিনি আজ থেকে বছর ছয়েক আগে একটি স্ক্রিনপ্লে-র পোস্টার তৈরি করে লিঙ্কডিনে শেয়ার করেছিলেন। সেটি দেখে এক বিজ্ঞাপনের পরিচালক এবং ময়দান ছবির সহপরিচালক সুখদাস সূর্যবংশী মুম্বইয়ে ডেকে তাঁকে। অনিল বলেন, ” সুখদাসকেই আমি পুরো চিত্রনাট্য শুনিয়ে ছিলাম। উনি বলেছিলেন আমির খানের প্রোডাকশনেই তৈরি হবে ছবিটি। এমনকী, স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনে (Screen writers Association)আমার এই চিত্রনাট্য রেজিস্ট্রারও করা হয়।” তারপরেই ‘ময়দান’ সিনেমার গল্প দেখে চমকে জান তিনি। এত মিল! ১৯৫০ সালের প্রেক্ষিতে অনিল গল্প লিখেছিলেন। ময়দানে চিত্রনাট্য একটু বদলালেও মোটের উপর গল্প একই আছে। এরপরই আদালতে মামলা করেন তিনি। অনিলের অভিযোগের উপর ভিত্তি করেই ছবি মুক্তির স্থগিতের নির্দেশ দিল মাইসুরু আদালত। অজয় দেবগন অভিনীত এই ছবিটিতে আছেন একাধিক বাঙালি অভিনেতাও। রুদ্রনীল ঘোষ ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিক এবং অমর্ত্য রায়কে। যেহেতু ফুটবলকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প তাই এখানে নাকি এই খেলাকে দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অভিনেতা রুদ্রনীল এই ছবি নিয়ে বেশ আশাবাদী। চারিদিকে প্রচার করে চলেছেন তিনি। কিন্তু আপাতত ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে না এই ছবি।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version