Thursday, November 13, 2025

মতুয়া গুরুর নামে শপথে বাধা, রাজ্যসভায় ক্ষোভ উগরে দিলেন মমতাবালা

Date:

রাজ্যসভায় বাতিল মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur)শপথবাক্য! কেন? কারণ তিনি মতুয়া গুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে চেয়েছিলেন, তাই থামিয়ে দেওয়া হল মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিকে। এই ঘটনায় সংসদ ভবনের বাইরে এসে নরেন্দ্র মোদি – অমিত শাহদের (Narendra Modi- Amit Shah)বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতাবালা (Mamatabala Thakur)। ভোটের সময় বিজেপি নেতৃত্ব মতুয়াদের নিয়ে বড় বড় কথা বললেও আসলে যে তাঁরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তথা মতুয়া সম্প্রদায়কে সম্মান দেন না তা এদিনের ঘটনায় ফের স্পষ্ট হয়ে গেল বলে এদিন তোপ দাগেন রাজ্যসভার তৃণমূল সাংসদ।

বুধবার রাজ্যসভার সাংসদ পদে তাঁর আরাধ্য দেবতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে গেছিলেন মমতাবালা ঠাকুর। কিন্তু আরাধ্য দেবতার নাম নিতেই তাঁকে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এরপর ফের নতুন করে তাঁকে শপথবাক্য পাঠ করানো হয়। এই সবটাই বিজেপির অঙ্গুলিহেলনে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি। ২০১৪ সালে কপিলকৃষ্ণ ঠাকুর, ২০১৯ সালে শান্তনু ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামেই শপথ নিয়েছিলেন সংসদে। কিন্তু মমতাবালাকে আটকে দেওয়া হল সেটা কি তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে, প্রশ্ন তুলছেন রাজ্যসভার সাংসদ। তাঁর কথায় “সবাই আরাধ্য দেবতার নামে শপথ নেন, কিন্তু আমি পারলাম না। এটা বড় দুঃখজনক। এটা আমাদের সমাজের জন্য সবথেকে কলঙ্কের দিন।” ভারতের প্রধানমন্ত্রী ভোটের আগে বড়মা বীনাপাণিদেবীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন অথচ দিল্লির বুকে মতুয়াগুরুর নামে শপথ নিতে দেওয়া হল না মমতাবালাকে। বিয়য়টিকে ভাল চোখে দেখছেন না মতুয়ারা।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version