Thursday, August 21, 2025

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সবচেয়ে জ্বলন্ত দুই ইস্যু সন্দেশখালি এবং ভূপতিনগর। বালুরঘাটের সভা থেকে এই দুই ইস্যুতেই রাজ্য সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বালুরঘাটের সভা থেকে শাহ হুঁশিয়ারি দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরের অভিযুক্তদের যতই বাঁচানোর চেষ্টা করুন, তাঁদের শাস্তি হবেই। উলটে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে।

২০২২ সালের ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়। ওই বিস্ফোরণের নেপথ্যে স্থানীয় নেতাদের হাত আছে বলে অভিযোগ ওঠে। পরে হাই কোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্তভার পায় এনআইএ। গত সপ্তাহে এনআইএ-র একটি দল ভূপতিনগরে গেলে স্থানীয়রা তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। সন্দেশখালির ধাঁচেই কেন্দ্রীয় তদন্তকারী দল আক্রান্ত হয় বলে অভিযোগ। সেই ঘটনাকে হাতিয়ার করে শাহ এদিন প্রশ্ন করেন,যারা বোমা বিস্ফোরণে অভিযুক্ত তাঁদের শাস্তি পাওয়া উচিত কিনা? মমতা দিদি কেন বোমা বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য,NIA’র বিরুদ্ধে মামলা করে মমতা দিদি বোমা হামলায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন। বাংলার মানুষকে আর চিন্তা করতে হবে না। হাই কোর্ট এনআইএ-কে ওই হামলার তদন্তভার দিয়ে দিয়েছে। সবাইকে উলটো ঝুলিয়ে সোজা করা হবে। শাহের অভিযোগ, যে বাংলায় এক সময় রবীন্দ্র সঙ্গীতের সুর শোনা যেত, সেই বাংলায় এখন শুধু বোমার আওয়াজ শোনা যায়।সন্দেশখালি ইস্যুতেও রাজ্যকে বিঁধেছেন শাহ। তাঁর অভিযোগ,সন্দেশখালিতে তৃণমূলের গুন্ডারা মহিলাদের উপর অত্যাচার চালিয়ে গিয়েছেন, আর মমতা দিদি চুপ করে থেকেছেন। কেন? তোষণ করে সামান্য ভোটব্যাঙ্কের জন্য আপনি ধর্ষকদের বাঁচালেন। বাংলার মা বোনেরা কিন্তু সব বোঝে।



Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...
Exit mobile version