Wednesday, January 21, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের পাল্টা ধুইয়ে দিল তৃণমূল

Date:

Share post:

বাংলায় প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মিথ্যাচার করলেন তার এক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাবে তাঁকে ধুইয়ে দিল তৃণমূল। সাফ বুঝিয়ে দেওয়া হল বিজেপি ও তার কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা আগে আয়নায় মুখ দেখুক নিজেরা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের তোপ, অতীতে দুর্নীতি নিয়ে যে সব বড়-বড় কথা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সে-কথার কোনও মূল্য নেই। তাঁরা নিজেরাই প্রমাণ করেছেন গদ্দার অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা, অজিত পাওয়ারদের দলে নিয়ে। মুখে বলেছেন না খাউঙ্গা, না খানে দুঙ্গা। অথচ কাজের বেলায় করেছেন তার ঠিক উল্টো।

বালুরঘাটের সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক মতো জায়গার নামও উচ্চারণ করতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বেলুড়ঘাট’! এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণের সেই বিকৃত উচ্চারণে বলা বেলুড়ঘাট বক্তব্যের ভিডিও দেখিয়ে বলেন, যারা বাংলাকে জানে না, জায়গার নাম উচ্চারণ করতে পারে না, তারা আবার ৩০টি আসন পাবে বলে দাবি করে। কুণালের কটাক্ষ, বিজেপির টার্গেট ক্রমশ কমছে। আগে বলেছিল ৩৫টি আসন পাবে। এখন বলছে ৩০টি। এরপর আরও কমবে। কমতে কমতে তলানিতে ঠেকবে। তৃণমূল কংগ্রেস লোকসভায় বাংলায় ৩০ থেকে ৩৫টি আসন পাবে। আমরা সেটাকে ৩৭-৩৮-এর দিকে নিয়ে যেতে চেষ্টা করছি।

কুণালের কটাক্ষ, বিজেপি তো এখনও ডায়মন্ড হারবারে প্রার্থীই দিতে পারেনি! ওরা এআই প্রযুক্তিতে প্রার্থী তৈরি করুক। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সন্দেশখালি, ভূপতিনগর, সিএএ নিয়ে অনেক কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আগে উত্তর দিন কেন এনআইএ এসপি ধনরাম সিং ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গোপনে বৈঠক করছে। বিজেপি তৃণমূলের বুথস্তরের নেতা-কর্মীদের তালিকা এনআইকে দিয়ে এসেছে। সেই অনুযায়ী কাজ করছে এনআইএ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চক্রান্ত-বৈঠক ফাঁস করে দিয়েছেন। অমিত শাহ আগে এর কৈফিয়ত দিন। কেন এখনও পর্যন্ত এনআইএ-র এসপিকে সরানো হয়নি। তাকে শুধু লোক দেখানো দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। এনআইএ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি দিয়ে জানাক, তাদের এসপির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কটাক্ষ করে বলেন, ২০২১-এ হারের পর থেকেই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা গায়ের জোরে আটকে রেখেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলি হাহাকার করছেন। আগে এইসব প্রশ্নের উত্তর দিন অমিত শাহ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই চ্যালেঞ্জ করেছেন, প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে জানান বাংলাকে আবাসের কত টাকা দিয়েছে? তৃণমূলের চ্যালেঞ্জ এই খাতে যদি ১০ পয়সাও দিয়ে থাকেন তবে রাজনীতি ছেড়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু মিথ্যাচার করে আর বাংলার মানুষকে বিভ্রান্ত করে ভোট পাওয়া যাবে না, সাফ কথা চন্দ্রিমার।

এদিন কলকাতা হাইকোর্টে সন্দেশখালি নিয়ে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছে। কুণাল ঘোষ বলেন, এ-বিষয়ে রাজ্য সরকার ও প্রশাসন যা করার করবে। এরপরই তাঁর তীব্র কটাক্ষ, আদালত ও বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তাঁরাই শেষ কথা বলবেন আইনের দিক থেকে। কিন্তু কলকাতা হাইকোর্টের কোনও কোনও বিচারপতি যদি ঘনঘন সিবিআইয়ের রায় দেন তবে সেই রায় নিয়ে সন্দেহ জাগে। কারণ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছেন, বুকে অন্য বিশ্বাস নিয়ে বিচারপতির আসনে বসে কীভাবে রাজনৈতিক উদ্দেশে রায় দেওয়া যায়। তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু কলকাতা হাইকোর্টে তাঁর দু’এক জন ছায়া রেখে গিয়েছেন। কুণালের সংযোজন, এরপর এই ধরনের বিচারপতিরা রায় দেওয়ার সময় অর্ডার কপির উপরে লিখে দেবেন, ভবিষ্যতে আমার বিজেপিতে যোগ দেওয়ার কোনও বাসনা নেই। কেননা, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোনও কোনও বিচারপতি অদূর ভবিষ্যতে বিজেপিতে যাবেন বলে সেই অনুযায়ী তাদের হয়ে পারফর্ম করছেন।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সিএএ কটাক্ষের জবাবে চন্দ্রিমা বলেন, উনি অনুপ্রবেশের কথা বলছেন। যদি অনুপ্রবেশ হয়েও থাকে তার ব্যার্থতা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএসএফ আপনার। আপনি কেন আটকাতে পারেননি। ভোটের মুখে সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাদের ভোটার তালিকায় নাম রয়েছে, আধারকার্ড রয়েছে তারা সকলেই নাগরিক। নতুন করে কেউ আবেদন করবেন না। আবেদন করলেই তার সব সুযোগ-সুবিধা বাতিল হয়ে যাবে। এরপর তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে না তার গ্যারান্টি কোথায়?

ভূপতি নগর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিয়েছে তৃণমূল। দলের স্পষ্ট বক্তব্য, এনআইএ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পর্দার আড়ালে ষড়যন্ত্র করছে। এখন সেই খবর ফাঁস হয়ে যাওয়ায় তদন্ত এড়াতে আদালতে গিয়েছে। তারা অভিযোগ করেছে, তাদের মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই তদন্ত করতে হলেও তো পুলিশ ডাকবে।

আরও পড়ুন- অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম! বিতর্কে পুলিশকর্মী

spot_img

Related articles

বিজেপি দেশের জন্য ক্ষতিকর, আশা কর্মীদের বিক্ষোভে লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান

আশা কর্মীদের স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) অভিযানে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) "গো ব্যাক" স্লোগান। বুধবার বেলায়...

রাজ্য প্রতিষ্ঠা দিবস, মেঘালয়বাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

২১ জানুয়ারি মেঘালয়(Meghalaya) রাজ্য প্রতিষ্ঠা দিবস। এই একই দিনে মণিপুর ও ত্রিপুরাও পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল। এই দিনটি...

IPL:পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, সূচি তৈরিতে বোর্ড তাকিয়ে কমিশনের দিকেই

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) পর্ব মিটলই শুরু আইপিএলের(IPL) মেগা ধামাকা। সাধারণতে মার্চের শেষ সপ্তাহ থেকেই আইপিএল শুরু হয়।...

বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির ওড়ানোর হুমকি! বাড়ল নিরাপত্তা 

সকাল সকাল পুরীর জগন্নাথ ধামে বোমাতঙ্ক (Bomb threat in Puri Jagannath Temple)। বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে...