চলতি সপ্তাহের গোড়ার দিকে ঝড়-বৃষ্টি হলেও আপাতত দক্ষিণবঙ্গে(South Bengal Weather) গরমের দাপট বাড়বে। চৈত্র মাসের শেষ সপ্তাহে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। রবিবারের মধ্যে এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

হাওয়া অফিস বলছে এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে আবহাওয়ার খুব একটা বদল হবে না। কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একাংশে আগামিকাল ও পরশু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
