Wednesday, January 21, 2026

ভোটের মুখে বাড়ল ‘অস্বস্তি’! ইডির পর কে কবিতাকে গ্ৰেফতার সিবিআই-র

Date:

Share post:

অস্বস্তিতে তেলেঙ্গানার (Telengana) প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা (K Kavita)। দিনকয়েক আগেই তিহার জেলে (Tihar Jail) গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ইদের দিন কে কবিতাকে তিহার জেলের ভিতর থেকেই সিবিআই (CBI) গ্রেফতার (Arrest) করেছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দিল্লির আবগারি মামলার সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের অভিযোগে কবিতাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলাতেই আগে ইডির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে তিহার জেল ছিলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী। যদিও বিআরএস নেত্রীকে গ্রেফতারের প্রতিবাদে ইতিমধ্যে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, পায়ের তলার মাটি নরম হয়েছে আঁচ পেয়েই লোকসভা ভোটের মুখে এভাবে একের পর এক রাজ্যের বিরোধী নেতাদের হেনস্থা করা হচ্ছে।

এদিকে গত মঙ্গলবারই নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন কবিতা। তাঁর ১৬ বছরের ছেলের পরীক্ষা সেকারণেই তার মায়ের সাহায্য প্রয়োজন। নিম্ন আদালতে এই যুক্তি দিয়েই অন্তর্বর্তিকালীন জামিন চেয়েছিলেন। কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। গত মঙ্গলবার কবিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার মাঝেই আবার তাঁকে গ্রেফতার করল সিবিআই। কিছু দিন আগে বিশেষ আদালত থেকে কবিতাকে জেলের ভিতরে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় সিবিআই আধিকারিকরা। কিছু তথ্য এবং হোয়াট্‌সঅ্যাপ চ্যাট নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।


তবে শুধু কবিতাই নন, আবগারি মামলায় কিছু দিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করেছে ইডি। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। বর্তমানে তাঁরও ঠিকানা তিহার জেল।

spot_img

Related articles

কাটছে অচলাবস্থা! স্থায়ী উপাচার্য পেল রাজ্যের আরও আট বিশ্ববিদ্যালয় 

দীর্ঘদিনের উপাচার্য নিয়োগ–জট অবশেষে কাটতে চলেছে। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে থাকায় প্রশাসনিক...

একাদশ-দ্বাদশ নিয়োগের ১৮,৯০০ জনের তালিকা: পূর্ণাঙ্গ তালিকাসহ তিন তালিকা এসএসসির

নির্ধারিত সময় মেনে এসএসসি-র একাদশ-দ্বাদশের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় জায়গা পেয়েছে ১৮,৯০০ জন। এর মধ্যে...

শাহেনশার টয়লেটে ‘সোনার কমোড’?

বলিউডের শাহেনশা বলে কথা! রাজকীয় জীবনযাপন করবেন অমিতাভ বচ্চন সেটা আর নতুন কথা কী। তাঁর ‘জলসা’র অন্দরমহল কেমন...

জমি ও সম্পত্তির নথি সংরক্ষণে নয়া উদ্যোগ, জেলায় জেলায় তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ছে রাজ্য 

রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ে...