Saturday, August 23, 2025

সত্যি হল বছর দুয়েক আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ। কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) ভাঁওতাবাজির আসল স্বরূপ তুলে ধরে পেগাসাস (Pegasus) নিয়ে সতর্ক করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছিলেন, পেগাসাস, ডেঞ্জারাস, ফেরোসাস! এবার সেই অভিযোগকেই মান্যতা দিল অ্যাপল (Apple)। হ্যাঁ, লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে অ্যাপলের সেই তথ্য রীতিমতো সাড়া ফেলেছে। মূলত, মার্সিনারি স্পাইওয়ার (Marchinary Spyware) নিয়ে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল বিশ্বের সবথেকে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপল। তাদের দাবি, মার্সিনারি স্পাইওয়ারের মধ্যে রয়েছে পেগাসাস ম্যালওয়ার। আর পেগাসাস ম্যালওয়ারের মাধ্যমে মোট ৯২ টি দেশ থেকে তথ্য চুরি করা হতে পারে। তার মধ্যে প্রথম স্থানেই রয়েছে ভারতের নাম। আর এমন তথ্য সামনে আসতেই লোকসভা নির্বাচনের মুখে কিছুটা বেকায়দায় বিজেপি। আইফোনে আড়ি পাতার অভিযোগ যে সত্যি এবার সেই কথাই স্পষ্ট করল অ্যাপল।

বুধবারের এক বার্তায় গ্রাহকদের অ্যাপল সাফ জানিয়েছে, মোবাইলে স্পাইওয়্যার ঢুকিয়ে তথ্য ফাঁসের অভিযোগ করা হয়েছে। ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি পেগাসাসের মতো ওই স্পাইঅয়্যারের সাহায্যে আড়ি পাতাই হ্যাকারদের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছে অ্যাপ্‌ল। গত অক্টোবর মাসেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কংগ্রেস সাংসদ শশী থারুর, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ বিভিন্ন বিরোধী নেতা-নেত্রী হ্যাকিংয়ের অভিযোগ সামনে আনে। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। হ্যাকিং রুখতে আইফোনের ক্যামেরায় লিউকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছিলেন অনেকেই। তার রেশ কাটতে না কাটতেই এবার ভারত-সহ ৯২টি দেশের আইফোন ব্যবহারকারীদের কাছে আবার এল অ্যাপ্‌লের সতর্কবার্তা।

বুধবার রাতে অ্যাপেলের তরফে ভারতের বেশ কিছু ইউজারের কাছে একটি ই-মেল পাঠানো হয়। সেখানে বলা হয়েছে, ব্যবহারকারীর আইফোনকে নিশানা করা হয়েছে। সেখান থেকে তথ্য চুরি হতে পারে। পেগাসাস ম্যালওয়ারটি তৈরি করেছে NSO নামে একটি সংস্থা। এর মাধ্যমে এক বা একাধিক আইফোনের থেকে তথ্য চুরি করা সম্ভব। তবে কে বা কারা আড়ি পাতার চেষ্টা করছে সে ব্যাপারে কারও নাম করেনি অ্যাপল। তবে ঠিক কতজনকে এই নোটিফিকেশন পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু ইমেলে স্পষ্ট বলা হয়েছে, সতর্ক থাকুন, আপনার আইফোনকে নিশানা করেছে মার্সিনারি স্পাইওয়্যার। পাশাপাশি অ্যাপল তার ইউজারদের সতর্ক করেছে যে মোবাইলে অপরিচিত কারও থেকে কোনও লিঙ্ক এলেই তাতে ক্লিক না করতে।

 

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...
Exit mobile version