Tuesday, August 26, 2025

সন্দেশখালিকাণ্ডে ED-র তদন্ত ভালো, CBI হলে খুব ভালো! তীব্র কটাক্ষ ধৃত শাহজাহানের

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সি বিশেষ করে সিবিআই-ইডি-র (CBI-ED) হাতে যে মামলা গিয়েছে তার কোনও নিষ্পত্তি হয়নি। বছরের পর বছর তদন্তের পরেও শুরু হয়নি মামলার শুনানি। বৃহস্পতিবার, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকে তীব্র কটাক্ষ করলেন ধৃত শেখ শাহজাহান (Shekh Shahjahan)। এদিন, ইডির দফতর থেকে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সবটাই ভাল হবে।“।

সন্দেশখালিকাণ্ডে বুধবার বিভিন্ন অভিযোগে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এ প্রসঙ্গে এদিন প্রশ্ন করা হলে শাহজাহান বলেন, “সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে।“ আর তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিভিন্ন মামলায় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তদন্ত চালাচ্ছে যে বিষয়ে অভিযুক্তর জবাব, “সবটাই ভাল হবে।“

৫ জানুয়ারি রাজ্য পুলিশ, স্থানীয় থানাকে সঙ্গে না নিয়ে রেশন মামলার তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানে ইডি আধিকারিকরা প্রতিরোধের মুখে পড়ে। তার পর থেকেই নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান (Shekh Shahjahan)। ৫৫ দিন পরে শেষ পর্যন্ত মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিভিন্ন মামলার তদন্ত চালাচ্ছে ইডি। এর পাশাপাশি কলকাতা হাই কোর্টে সন্দেশখালি নিয়ে মোট ৫টি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলাগুলিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের রায় ঘোষণা হয়েছে। এই বিষয় নিয়েই এদিন প্রশ্ন করা হয় শাহজাহানকে। বিষয়টিকে চূড়ান্ত কটাক্ষ করেন তিনি। এর আগে নোবেল চুরি থেকে সারদা মামলা- কোনোটারই নিষ্পত্তি করতে পারেনি সিবিআই। ইডির-হাতে থাকা মামলাগুলির তদন্ত এগোচ্ছে না। শেখ শাহজাহানকেও ইডি-সিবিআই নয়, গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। রাজ্যনৈতিক মহলের মতে, ব্যাঙ্গ করেই সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন তিনি।




spot_img

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...