Thursday, August 21, 2025

প্রকাশ্য রাস্তায় বিজেপি বিধায়কের দাদাগিরি! ভিডিও প্রকাশ করে গ্রেফতারির দাবি তৃণমূলের

Date:

শিয়রে লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যজুড়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। আর আবহে এবার বিজেপি বিধায়কের “দাদাগিরি”! যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিও প্রকাশ্যে এনে গ্রেফতারির দাবি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে থেকে এক সরকারি কর্মীর উপর চড়াও হলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। ওই সরকারি কর্মীকে মারধর করেছেন বলেও অভিযোগ। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের মারমুখি চেহারা সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। যা এখন রীতিমতো ভাইরাল।

জানা গিয়েছে, আক্রান্ত ওই সরকারি কর্মচারী জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনে কর্মরত। দলবল নিয়ে ওই কর্মীকেই মারধর করেছেন বিজেপি বিধায়ক। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, নিজের ভাইকে বাঁচাতে গেলে তাঁদের কর্মী অরিন্দম ভৌমিককে বিনা প্ররোচনায় হিংস্রভাবে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে খনকুলের বিজেপি বিধায়ক।অবিলম্বে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে এই লুম্পেন সুশান্তকে গ্রেফতার করতে হবে। ভোটের সময় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করছেন বিজেপি বিধায়ক। এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছেও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল

স্থানীয় সূত্রে খবর, খানাকুলের রাজারহাটি এলাকায় বেশ কয়েকদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে পিএইচই পাম্পের পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহ করা যাচ্ছে না। এই নিয়ে চেষ্টাও করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার। এই আবহে পাম্পের কর্মীরা বিজেপি পরিচালিত পঞ্চায়েতে গিয়ে সেই সমস্যার কথা জানান। অভিযোগ, তারপরও পঞ্চায়েতের প্রধান–সহ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার দলবলকে সঙ্গে নিয়ে ওই পাম্প কর্মীদের উপর চড়াও হয়। আর বেধড়ক মারধর করেন। বিধায়ক নিজে চড় থাপ্পড় মারতে শুরু করেন, সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বাঁচাতে গেলে পাম্প অপারেটরের দাদা তথা তৃণমূল কংগ্রেস কর্মী অরিন্দম ভৌমিককেও মারধর করা হয় বলে অভিযোগ।




 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version