Sunday, November 16, 2025

প্রকাশ্য রাস্তায় বিজেপি বিধায়কের দাদাগিরি! ভিডিও প্রকাশ করে গ্রেফতারির দাবি তৃণমূলের

Date:

শিয়রে লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যজুড়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। আর আবহে এবার বিজেপি বিধায়কের “দাদাগিরি”! যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিও প্রকাশ্যে এনে গ্রেফতারির দাবি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে থেকে এক সরকারি কর্মীর উপর চড়াও হলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। ওই সরকারি কর্মীকে মারধর করেছেন বলেও অভিযোগ। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের মারমুখি চেহারা সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। যা এখন রীতিমতো ভাইরাল।

জানা গিয়েছে, আক্রান্ত ওই সরকারি কর্মচারী জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনে কর্মরত। দলবল নিয়ে ওই কর্মীকেই মারধর করেছেন বিজেপি বিধায়ক। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, নিজের ভাইকে বাঁচাতে গেলে তাঁদের কর্মী অরিন্দম ভৌমিককে বিনা প্ররোচনায় হিংস্রভাবে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে খনকুলের বিজেপি বিধায়ক।অবিলম্বে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে এই লুম্পেন সুশান্তকে গ্রেফতার করতে হবে। ভোটের সময় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করছেন বিজেপি বিধায়ক। এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছেও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল

স্থানীয় সূত্রে খবর, খানাকুলের রাজারহাটি এলাকায় বেশ কয়েকদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে পিএইচই পাম্পের পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহ করা যাচ্ছে না। এই নিয়ে চেষ্টাও করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার। এই আবহে পাম্পের কর্মীরা বিজেপি পরিচালিত পঞ্চায়েতে গিয়ে সেই সমস্যার কথা জানান। অভিযোগ, তারপরও পঞ্চায়েতের প্রধান–সহ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার দলবলকে সঙ্গে নিয়ে ওই পাম্প কর্মীদের উপর চড়াও হয়। আর বেধড়ক মারধর করেন। বিধায়ক নিজে চড় থাপ্পড় মারতে শুরু করেন, সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বাঁচাতে গেলে পাম্প অপারেটরের দাদা তথা তৃণমূল কংগ্রেস কর্মী অরিন্দম ভৌমিককেও মারধর করা হয় বলে অভিযোগ।




 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version