প্রথম দফায় ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ১০ হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন

প্রথম দফায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার আসনে নির্বাচন

নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের প্রথম দফায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্যের তিন আসনে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ১০ হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার আসনে নির্বাচন। তার আগে ১৬ এপ্রিলের মধ্যে এই পুলিশ কর্মীদের সেখানে পৌঁছনোর জন্যে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে।

এই পর্বে ১০ হাজার ৮৭৫ জন রাজ্য পুলিশের মধ্যে ৩ হাজার ৯৫৭ জন সশস্ত্র পুলিশকে বিভিন্ন ভোট গ্রহন কেন্দ্রে মোতায়েন রাখা হবে বলে জানা গিয়েছে।




Previous articleজোর করে হিন্দুদের ধর্মান্তরকরণ! টিপু সুলতানের ‘ইতিহাস’ বদলাতে চেয়ে বিতর্কে ওয়েনাড়ের বিজেপি প্রার্থী
Next articleআমজনতার করের টাকায় প্যারিস ভ্রমণ! অডিট রিপোর্ট সামনে আসতেই ‘পর্দা ফাঁস’ IAS আধিকারিকের