ঝড়ে বিধ্বস্ত বার্নিশে আজ অভিষেক, নির্বাচনী সভা করবেন ধূপগুড়িতে

বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত অভিষেকের বার্নিশ সফরের জন্য অনুমতি নেওয়া হয়েছে।

নির্বাচনী প্রচারে আজ জলপাইগুড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (TMC)। পাশাপাশি মিনি টর্নেডোয় লন্ডভন্ড হয়ে যাওয়া বিধ্বস্ত বার্নিশ পরিদর্শনও করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের রাতেই জলপাইগুড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যাচ্ছেন অভিষেক। শুক্রবার দুপুরে ধূপগুড়ি বিধানসভার ঝুমুরে সভা সেরে ঝড় বিধ্বস্ত বার্নিশ এলাকায় যাবেন বলেই দলীয় সূত্রে খবর। বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত অভিষেকের বার্নিশ সফরের জন্য অনুমতি নেওয়া হয়েছে। সেই ঝড়ের রাতেই বিধ্বস্ত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পরের দিন গিয়েছিলেন অভিষেকও। তবে, তিনি হাসপাতালে ভর্তি আহত ও তাঁদের পরিবারের লোকের সঙ্গে দেখা করেন তিনি। এবার ঝড় বিধ্বস্ত বার্নিশে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।