কাঁথি থেকে গ্রেফতার রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের ২ সন্দেহভাজন!

রাজ্য পুলিশের সহযোগিতায় বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের মাস্টারমাইন্ড সহ দুজনকে কাঁথি থেকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। কাঁথিতে তারা আত্মগোপন করেছিলেন বলে NIA এর কাছে খবর আসে। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়। ভুয়ো পরিচয় নিয়ে দিঘায় ধৃতরা আত্মগোপন করেছিলেন। ধৃত দুজনের মাথার দাম ১০ লক্ষ টাকা রাখা হয়েছিল।

মার্চের পয়লা তারিখে রামেশ্বরম ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি। তাতে টাইমার সেট করা ছিল। এক ঘণ্টা পর হয় বিস্ফোরণ। তাতে ১০ জন আহত হন। গত ৩ মার্চ ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মুজ়াম্মিল। ২৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে খুঁজতে কর্নাটকের ১২টি , তামিলনাড়ুর ৫ টিএবং উত্তরপ্রদেশের ১টি জায়গায় তল্লাশি চালান এনআইএর আধিকারিকেরা। এরপর কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা জানতে পারেন মুজ়াম্মিলের সঙ্গে শাজ়িব এবং আব্দুল এই ঘটনার সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। তাঁদের গোপন আস্তানার খবর পেয়ে সেখানে হানা দেয় NIA। আর তাতেই মিলেছে সাফল্য। গ্রেফতার করা হয় মুসাভির শাজ়িব হুসেন এবং আবদুল মাঠিন আহমেদকে।

 

Previous articleউলুবেরিয়ায় কুপিয়ে খুন যুবক! ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক যোগ, তদন্তে পুলিশ
Next articleমুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সর্তক মোহনবাগান