কোটি কোটি ডলারের দুর্নীতির অভিযোগ, মৃত্যুদণ্ডের মুখে ধনকুবের! 

দেশের মানুষের ক্ষতি হয়েছে, তাই কোনওভাবেই রেয়াত নয়। ভিয়েতনামে এক মহিলা ধনকুবেরের (billionaire women) বিরুদ্ধে কোটি কোটি ডলারের দুর্নীতির অভিযোগে এমন কথায় জানালো আদালত। অত্যন্ত চালাকির সঙ্গে এই জালিয়াতি করেছেন ধনকুবের। তাই কঠিন সাজা শোনাল আদালত।

ভিয়েতনামের অন্যতম বড় রিয়েল এস্টেট সংস্থা ‘ভ্যান থিন ফ্যাট’-এর প্রধান ছিলেন ৬৭ বছরের লান। তাঁর বিরুদ্ধে ওঠা প্রায় ২৭ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ ওই দেশের অন্যতম বড় দুর্নীতির মামলা। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, সেদেশের জিডিপির প্রায় ৩ শতাংশ তিনি জালিয়াতি করেছেন। ২০১২ থেকে ২০২২- এই সমইয়ের মধ্যে একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ লানের। এর জন্য বহু সরকারি আধিকারিকদের বড় অঙ্কের টাকা ঘুষ দিয়েছেন বলেও অভিযোগ। দু বছর আগেই তিনি গ্রেফতার হয়েছিলেন। লানের বিরুদ্ধে তহবিল তছরুপ থেকে ব্যাঙ্কিং আইন লঙ্ঘন, ঘুষ-সহ বহু অভিযোগই আনা হয়েছিল। এবার মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত।

 

Previous articleকাশি পুলিশের বেশ বদল! আইন শৃঙ্খলা নয়, দর্শনার্থী সামলানোই ‘কর্তব্য’
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে