Saturday, November 8, 2025

লোকসভা ভোটের ময়দানে এবার ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে! কোন দলের প্রার্থী জানেন?

Date:

বাবার বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবার ইন্দিরা ঘাতক সেই বিয়ন্ত সিংয়ের ছেলে লোকসভা ভোটের ময়দানে! পাঞ্জাবের ফরিদকোট আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন ইন্দিরা গান্ধীর হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং!

৪৫ বছর বয়সী সরবজিৎ সিংয়ের দাবি, ফরিদকোটের মানুষ তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করেছে।
সেই কারণেই তিনি ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রতিষ্ঠিত কোনও রাজনৈতিক দল নয়, নির্দল প্রার্থী হয়েই লড়বেন সরবজিৎ। এই কেন্দ্রে পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টির প্রার্থী করমজিৎ আনমোল।
বিজেপি তাদের প্রার্থী হিসাবে গায়ক হংস রাজ হংসকে মনোনীত করেছে এই কেন্দ্রে। গতবার এই আসনে জিতেছিলেন কংগ্রেসের মহম্মদ সাদিক।

বিয়ন্ত সিং, সতবন্ত সিং দুজন ইন্দিরা গান্ধীর দেহরক্ষী হিসাবে কাজ করত। তাঁরাই ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দেশের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁরই বাড়িতে গুলি করে হত্যা করে। বিয়ন্তকে সঙ্গে সঙ্গে অন্য নিরাপত্তারক্ষীরা এনকাউন্টার করেন। আর অপর ঘাতক সতবন্তকে ফাঁসি দেওয়া হয়।

বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ-এর ভোটে দাঁড়ানো এই প্রথম নয়। আগে ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বাটিন্ডা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং ১ লাখের বেশি ভোটে পরাজিত হন। তিনি বার্নালার ভাদৌর আসন থেকে ২০০৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনেও হেরেছিলেন। ২০১৪ সালে তিনি ফতেহগড় সাহিব আসন থেকে লড়েছিলেন কিন্তু সেবারও সরবজিৎ হেরে যান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রতিনিধিত্ব করেও সরবজিতকে হারতে হয়েছিল। তবে সরবজিৎ সিংয়ের মা বিমল কৌর, ১৯৮৯ সালে রোপার আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।




 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version