Wednesday, November 26, 2025

কবিতার বিরুদ্ধে বিস্ফোরক! আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে BRS নেত্রী

Date:

Share post:

আবগারি মামলায় মাথাব্যথা বাড়ছে ভারত রাষ্ট্র সমিতির (BRS) নেত্রী কে কবিতার (K Kavita)। লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে মোদি সরকারের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে হেনস্থার পর আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা। বৃহস্পতিবার ইদের দিনেই তিহার জেল থেকে সিবিআই (CBI) গ্রেফতার করে কেসিআর কন্যাকে। শুক্রবার তাঁকে আগামী ৩ দিনের জন্য অর্থাৎ ১৫ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ আদালতের।

শুক্রবার সিবিআই আদালতে স্পষ্ট জানায়, ফোনের তথ্য উদ্ধার, জমি কেনাবেচা-সহ দক্ষিণের এক মদ ব্যবসায়ীর থেকে ১০০ কোটি টাকা নেওয়ার বিষয়ে কবিতার সক্রিয় ভূমিকা রয়েছে। আর সেকারণেই তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। শুক্রবার কবিতাকে আদালতে হাজির করায় সিবিআই। এদিন আদালতে সিবিআই দাবি করে, ২০২২ সালের ১৬ মার্চ দক্ষিণ ভারতের এক মদ ব্যবসায়ী দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। অভিযোগ, ব্যবসার জন্য কেজরিওয়ালের সহায়তা চান ওই ব্যবসায়ী। এরপরই দিল্লির মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছিলেন বলে খবর। পাশাপাশি এই বিষয়ে আলোচনার জন্য কবিতার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবারই কবিতা আদালতকে লেখা এক চিঠিতে বলেন, আমার ভাবমূর্তি, মানসম্মানকে নিশানা করা হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারকে প্রকাশ্যে আনা হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সংস্থাগুলি আমার বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে, তা পুরোপুরি সংবাদমাধ্যমের বিচারের উপর দাঁড়িয়ে রয়েছে। কবিতার আরও অভিযোগ, যা চলছে সেটা একটা মিডিয়া ট্রায়াল। এই বিচারে তাঁর সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। তাঁর যাবতীয় গোপনীয়তাকে মেলে ধরা হয়েছে। এদিন কবিতার লেখা চিঠিটি এজলাসে পড়ে শোনান কবিতার আইনজীবী।

 

 

 

spot_img

Related articles

বিয়ের মরশুমের শুরুতেই সাতপাকে বাঁধা পড়লেন ‘কিশোরী’ গায়িকা অন্তরা

'প্রেমের জোয়ারে দু কূল ভেসেছে' কিন্তু ভালোবাসার তরী ডুবে যায়নি বরং সোজা জুড়ে গেছে আইটি মননে। আসলে প্রেমের...

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...