Tuesday, November 11, 2025

সিনেমায় নামছেন না কেন? মোদিকে মোক্ষম খোঁচা মমতার, কমিশন-এজেন্সিকে তোপ

Date:

নিজের নামে সব কেন্দ্রীয় প্রকল্প চালাতে চাইছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সব কিছুই মোদির ছবি। এই বিষয় নিয়েই শুক্রবার, দিনহাটার নির্বাচনী সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে তীব্র খোঁচা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় এজেন্সিরাজ ও নির্বাচন কমিশন নিয়েও তীব্র আক্রমণ করেন মমতা।

এদিন সভা থেকে মোদি-সহ বিজেপি সরকারকে একহাত নেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তীব্র কটাক্ষ করে মোদির উদ্দেশ্যে বলেন, ”কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছিল, তাতেও ছবি লাগিয়েছেন মোদিবাবু। এত আত্মপ্রচার করেন, সিনেমায় নামছেন না কেন?” মমতার (Mamata Banerjee) কথায়, যাঁরা অভিনয় করেন, তাঁরা পরিশ্রম করেন। আর মোদি জনগণের টাকায় নিজের প্রচার করছেন। তৃণমূল (TMC) সভানেত্রী বলেন, অতই অভিনয়ের শখ হলে, ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করুন।

এদিন সভায় মোদি সরকার থেকে উত্তরপ্রদেশের সরকারকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। তুলে আনেন পুলওয়ামা হামলার প্রসঙ্গও। বলেন, ”বেঙ্গালুরুতে যাঁরা বোমা ফেলেছিল, তাঁরা কর্ণাটকের বাসিন্দা। বাংলায় লুকিয়েছিল, ২ ঘণ্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপির সহ্য হয় না।”

নির্বাচন কমিশনকেও নিশানা করেন মমতা। বলেন, “ভারতের ভোটের দিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। মনে রাখবেন, বিজেপির কথায় আপনারা ভোটে পক্ষপাতিত্ব করলে মানুষ কিন্তু ক্ষমা করবে না।” তৃণমূল সুপ্রিমোর নিশানা থেকে বাদ যায়নি বিচার ব্যবস্থাও। তাঁর অভিযোগ, “বিচারালয়গুলোতে কী কী হচ্ছে সবাই জানে। তৃণমূল কর্মী জামিন চাইতে গেলে জেল, আর বিজেপি কর্মী খুন করলেও সঙ্গে সঙ্গে জামিন! তার বিরুদ্ধে কিছু করা যাবে না। যেন বিজেপির লিডারের মতো কথা বলছে। সবাই নয়, তবে কয়েকজন রয়েছেন।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, কমিশনের বদলির ভয়ে, কয়েকজন পুলিশ অফিসার বিজেপির প্রার্থীর কথায় চলছেন। তীব্র আক্রমণ করেন মমতা বলেন, “অত ভয় থাকলে নিশীথের বাড়িতে গিয়ে বসুন। মনে রাখবেন, আমি কোচবিহারে কোনও অশান্তি বরদাস্ত করব না।”

আরও খবর: দিল্লির পর ঝাড়খণ্ড! মোদি সরকারকে উৎখাত করতে বিরোধী জোটের ‘মহাসমাবেশে’ যোগ তৃণমূলের

নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও ধুয়ে দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “এই তো দেখলেন চাকরি খেয়ে নিয়ে এখন বিজেপির নেতা হয়ে বসে আছে। লজ্জাও করে না।” বিজেপিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “আগেরবার বলেছিল ২০০ পার। এবার বলছে ৪০০ পার। আগে ২০০ পার করুন, তারপর সাঁতার কাটবেন! যদি মানুষ আপনাদের এতই ভালবাসে তাহলে আপনাদের হাতিয়ার কেন বিজেপির সাধারণ কর্মী নয়, কেন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্সকে হাতিয়ার করতে হচ্ছে!”




Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version