Saturday, January 31, 2026

ভোটের মুখে আচমকাই শোকজ! মথুরাপুরের ওসিকে দ্রুত বক্তব্য জানানোর নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে নিজেদের পায়ের তলার মাটি হারিয়ে একদিকে যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (Central Investigative Agency) দিয়ে বিরোধীদের গায়ের জোরে হেনস্থা করা হচ্ছে, ঠিক তেমনই ভোট এগিয়ে আসতেই একের পর এক মনগড়া অভিযোগ করে পুলিশ (Police), প্রার্থীদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন বঙ্গ বিজেপির (BJP) নেতা কর্মীরা। আর তার জেরেই মিথ্যা মামলা দায়ের হলেও পরে শুনানি শেষে দেখা যাচ্ছে সেই মামলার কোনও অস্তিত্বই নেই। তবে লাগাতার মিথ্যা মামলা করায় ভোটের মুখে বিরোধীদের হেনস্থা করতেই কেন্দ্রের দেখানো পথে পা বাড়িয়েছে বঙ্গ বিজেপিও (BJP)। এবার বিজেপি প্রার্থীর মনগড়া অভিযোগের ভিত্তিতেই ওসিকে (OC) শোকজের (Show Cause) নির্দেশ কলকাতা হাইকোর্টের  (Calcutta High Court)। আদালত এদিন সাফ জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে মথুরাপুরের (Mathurapur) ওসি নিজের বক্তব্য জানাতে হবে। একইসঙ্গে কোনও ভাবে অভিযোগকারীর নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার জন্য সুন্দরবন জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

অভিযোগ, লোকসভা নির্বাচনে মথুরাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার এবং তাঁর স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিলি হালদারের বিরুদ্ধে পঞ্চায়েতে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন স্থানীয় বিজেপি নেতা অনুপকুমার মিস্ত্রি। এরপরই মামলাকারীর অভিযোগ, কারচুপির অভিযোগ উঠলেও দীর্ঘ এক মাস কেটে গেলেও দায়ের হয়নি এফআইআর। আর তারপর বিজেপি নেতার অভিযোগ পেয়েই শুক্রবার মথুরাপুর থানার ওসিকে শোকজ করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন আদালত প্রশ্ন করে অভিযোগ পাওয়ার পর দীর্ঘ এক মাস কেটে গেলেও কেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল না? এরপরই মথুরাপুর থানার ওসিকে শোকজ করেন বিচারপতি। তবে বিজেপির ‘অতিতৎপরতা’কে কাঠগড়ায় তুলে এদিনের শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, অভিযোগ নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। বিষয়টি বিডিও দেখছেন। তারপরও এভাবে কীভাবে মামলা করা যায় তা নিয়েও উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, গত ৭ মার্চ দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের বর্তমান বিজেপি প্রধান অনুপ মিস্ত্রি এই নিয়ে মথুরাপুর থানায় অভিযোগ এই প্রেক্ষিতেই সিবিআই এবং ইডি তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেন অনুপ। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন এমনই নির্দেশ কলকাতা হাই কোর্টের।

spot_img

Related articles

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...