Tuesday, November 11, 2025

ফের খোলস ছাড়ছে “জাত গোখরো”! পয়লা বৈশাখ থেকে উত্তরবঙ্গে বিজেপির প্রচারে মিঠুন

Date:

রাজনীতির ময়দানে বেশ কয়েক মাস আত্মগোপন করে থাকার পর ফের খোলস ছেড়ে বেরোচ্ছে বঙ্গ বিজেপির “জাত গোখরো” অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার লোকসভা ভোটের প্রচারে নামছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। উত্তরবঙ্গ দিয়ে প্রচার অভিযান শুরু করছেন মিঠুন চক্রবর্তী। আগামী রবিবার, ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথমদিন পয়লা বৈশাখ থেকে শুরু করে টানা তিন দিনের উত্তরবঙ্গ সফরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো এবং সভা করবেন মিঠুন। সাংগঠনিক বৈঠকে কর্মী সমর্থকদের “ভোকাল টনিক” দিতে বলা হয়েছে। উত্তরবঙ্গে প্রচারে প্রথম দফায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা এবং জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা, রোড শো-সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন মিঠুন।

২০১৯ লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৭টি আসনই নিজেদের দখলে নিয়েছিল বিজেপি। গোটা রাজ্যেও মোটের উপর সন্তোষজনক ফলাফল করেছিল। জিতেছিল মোট ১৮টি আসন। এবারও উত্তরবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি ধরে রাখতে এখন মরিয়া গেরুয়া শিবির। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তীর সঙ্গে যেহেতু বাংলার আবেগ জড়িয়ে রয়েছে, তাই সেই আবেগকেই ছুঁতে মিঠুনকে শেষ বেলায় ভোট প্রচারে নামিয়ে ঝড় তুলে বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির।

 

 

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version