Thursday, August 21, 2025

শিল্পা-ঋতুপর্ণা ভাইরাল ভিডিও বিতর্কে মুখ খুললেন টলিউড অভিনেত্রী

Date:

বলিউড পার্টিতে টলিউড অভিনেত্রীর আচরণ ঘিরে বিতর্ক। গত কয়েকদিন ধরে শিল্পা শেট্টি এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে (Shilpa Shetty and Rituparna Sengupta) নিয়ে বেশ কিছু লেখা এবং একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেখা যায় মুম্বইয়ের একটি অনুষ্ঠানে শিল্পা শেট্টি যখন ছবি তোলায় ব্যস্ত, তখনই ক্যামেরার সামনে নিয়ে ফোনে কথা বলতে বলতে অবলীলায় হেঁটে চলে গেলেন ঋতুপর্ণা! মুম্বইয়ে পাপারাজ্জিরা তাঁকে যেমন চিনতে পারলেন না, তেমনই ‘ধড়কন গার্ল’ পাত্তাই দিলেন না টলিউডের ক্যুইনকে। এরপরই সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ‘বাজিগর’ নায়িকার অঙ্গভঙ্গি ভাল চোখে দেখেননি, কেউ আবার কটাক্ষ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রীকে। বিতর্কের মাঝেই মুখ খুললেন ‘ ‘ম্যায় মেরি পত্নী অউর ওহ’ অভিনেত্রী ( Rituparna Sengupta)।

টলিউড অভিনেত্রী বৃহস্পতিবার রাতে বলিউডের সেই অনুষ্ঠানে বেশ কিছু ছবি শেয়ার করেন। সেখানে অন্যান্য তারকাদের পাশাপাশি শিল্পার সঙ্গেও খোশমেজাজে কথা বলতে দেখা যায় ঋতুপর্ণাকে। সত্যি কি তিনি অপমান করেছেন শিল্পাকে? ঋতুপর্ণা বলছেন, “ওখানে অনুষ্ঠান কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনও ফোটোগ্রাফারের প্রবেশ নিষেধ ছিল। কেউ ভিডিও কোনও ভাবে রেকর্ড করে গুজব ছড়াচ্ছে! কারণ কর্তৃপক্ষের তরফে তখন আমাকে ভিতরে নিয়ে যাওয়ার কথা। তাই ডাক পেয়ে আমি এগিয়ে যাই। এই সময়ে শিল্পা বা ঋতুপর্ণা কেউ কাউকে খেয়াল করেননি। সেই মুহূর্তের দৃশ্যই ক্যামেরাবন্দি করে অপপ্রচার করা হচ্ছে। লাল আনারকলি সালোয়ার পরে অজান্তেই শিল্পার সামনে দিয়ে ঋতুপর্ণা চলে গেলেও পরবর্তীতে দুজনে পাশাপাশি বসে অনুষ্ঠান দেখেছেন, একাধিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তাও হয়েছে বলে জানান ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version