মেঘ সরিয়ে ঝলমলে রোদ, সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী! 

ইদের দিন মেঘলা আকাশে কিছুটা হলেও গরম কম অনুভূত হয়েছিল। উৎসব মিটতেই চেনা ছন্দে ফিরেছে চৈত্রের শেষবেলার আবহাওয়া। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে শুক্রবার সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মেঘ কাটিয়ে রোদ ঝলমলে আকাশে দিনের তাপমাত্রা ক্রমশই বাড়বে জানালো হাওয়া অফিস (Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) কর্তারা বলছেন আজ কলকাতা সহ শহরতলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবারের মধ্যে এক ধাক্কায় তাপমাত্রা প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। শনিবার এবং রবিবার পুরুলিয়া, আসানসোল, বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। তাপপ্রবাহের (Heatwave ) পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। সোমবার থেকে রাজ্যে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে।

 

Previous articleচা প্রেমীদের মন ভরাতে বাজারে এল প্যাকেটজাত গুটাংগা চা
Next articleবন্ধ হয়ে যাচ্ছে রাজধানী, শতাব্দী এক্সপ্রেস! ভোটের পরেই পরিবর্তন ভারতীয় রেলে