Sunday, August 24, 2025

বেআইনি নির্মাণে কড়া হচ্ছে পুরসভা! জামিন অযোগ্য ধারা আনতে নবান্নকে প্রস্তাব

Date:

শহরে বেআইনি নির্মাণ (Illegal Construction) আটকাতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। এবার ৪০১(এ) ধারাকে আরও কড়া করতে দ্রুত নবান্নকে প্রস্তাব পাঠাচ্ছে কলকাতা পুরসভা। পুর কমিশনার ডিজি বিল্ডিং এবং ল’ ডিপার্টমেন্টের আধিকারিকদের বৈঠকে এমনই সিদ্ধান্ত পুরসভার।

এই আইন এতদিন পর্যন্ত কোনও ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করলে এবং দোষ প্রমাণ হলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত জেল হতো। কিন্তু আইনের ফাঁক গলে অনেকেই জামিন পেয়ে যেতেন। এবার সেই ধারাকে আরও কড়া করে জামিন অযোগ্য ধারায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি, ৫ বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ সাজা করা হচ্ছে ১০ বছর জেল। এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রতারণা আইনও। এই আইন পরিবর্তনের জন্য বিধানসভায় যদি সম্প্রতি কোনও অধিবেশন না থাকে, সেক্ষেত্রে অর্ডিন্যান্স করেও এই আইন পরিবর্তন করা হতে পারে বলে সূত্রের খবর।

সম্প্রতি, গার্ডেনরিচে ১৩৪ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতলের একাংশ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে। কমপক্ষে ১০ জন প্রাণ হারান। আহতও হন বহু। সেই ঘটনায় ভেঙে পড়া বহুতল ‘বেআইনি’ জানিয়ে প্রোমোটারকে গ্রেফতারির নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। গার্ডেনরিচকাণ্ডে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রোমোটারকে। বিপর্যয়স্থল পরিদর্শনে এসে প্রশাসনকে কড়া অ্যাকশন নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।

Related articles

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...
Exit mobile version