অভিনব ভোট প্রচার! হৃদয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অধিকাংশ মানুষেরই হৃদয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেকথাই প্রকাশ্যে তুলে ধরতে অভিনব উদ্যোগ বালিতে। বালির সতীশ চক্রবর্তী লেনের বাসিন্দা বিশ্বজয় বন্দ্যোপাধ্যায় এবার নিজের বুকে মুখ্যমন্ত্রীর ছবি এঁকে শুরু করেছেন ভোটের প্রচার।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারে বেরোলেই তাঁকে ঘিরে মানুষের ভিড় জমে যাচ্ছে। সবাই তাঁর বুকে আঁকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে চাইছেন। কাউকেই নিরাশ করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ ভক্ত বিশ্বজয়। তিনি বলেন, ‘বুকে মুখ্যমন্ত্রীর ছবি এঁকে সর্বত্র প্রচার চালাচ্ছি। এই ছবি আমি কোনওদিন নষ্ট করতে পারবো না। তাই মৃত্যুর পর যাতে তাঁকে না পোড়ানো হয় তার জন্য মরণোত্তর দেহ দান করে দিয়েছি। কারণ মুখ্যমন্ত্রীর ছবি আগুনে পুড়তে দিতে পারব না। বুকের বাঁ দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ডান দিকে তৃণমূলের প্রতিষ্ঠার সময় থেকে দলের সঙ্গে সক্রিয়ভাবে থাকা বিধায়ক মদন মিত্রের ছবি এঁকে আমি প্রচার চালাচ্ছি।’ মুখ্যমন্ত্রীর ছবি বুকে এঁকে এক তৃণমূল কর্মীর এহেন ভোট-প্রচারকে ঘিরে এলাকাবাসীদেরও আগ্রহ তুঙ্গে।