সোমবার বাগানের হাইভোল্টেজ ম্যাচ, মুম্বইকে সমীহ পেরেজের

এই নিয়ে এদিন পেরেজ বলেন, “ ঘরের মাঠে ৬০ হাজার দর্শকের সামনে সোমবার খেলতে নামব।

আগামিকাল আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এই ম্যাচে মোহনবাগানের দরকার তিন পয়েন্ট। কারণ লিগ-শিল্ড জিততে এই ম্যাচ জিততেই হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। আক্ষরিক অর্থেই সোমবার মুম্বই সিটির বিরুদ্ধে ‘ফাইনাল’ খেলতে নামছে মোহনবাগান। তাই এই ম্যাচের আগে আত্মতুষ্টিতে যেতে নারাজ বাগানের মোহনবাগান। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় দল সুবিধা পাবে বলেই মনে করছেন বাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ।

এই নিয়ে এদিন পেরেজ বলেন, “ ঘরের মাঠে ৬০ হাজার দর্শকের সামনে সোমবার খেলতে নামব। নিঃসন্দেহে এটা আমাদের কাছে একটা সুবিধা। সমর্থকদের পাশে পেয়ে আমরা আরও ভাল খেলতে উদগ্রীব। জয় ছাড়া কিছু ভাবছি না। আমরা শেষ ম্যাচ নিয়ে উত্তেজিত। নিজেদের সেরাটা দিতে হবে ঠিকই। কিন্তু শান্ত থাকতে হবে এবং বুদ্ধি দিয়ে খেলতে হবে। আগের ম্যাচের মতো রক্ষণ ফাঁকা করে আক্রমণে উঠে গেলে চলবে না। মুম্বই সঙ্গে সঙ্গে সেই সুযোগ কাজে লাগিয়ে দেবে। তাই বুদ্ধি দিয়ে খেলা খুব দরকার।“

এদিকে প্রতিপক্ষ মুম্বইকে নিয়ে বাগানের সহকারী বলেন,” মুম্বই অনেক দিন আগে থেকেই এক নম্বরে রয়েছে। তখনও আমরা দ্বিতীয় স্থানে আসিনি। লিগ-শিল্ড জয়ের ব্যাপারে ওরাই এগিয়ে। কিন্তু ৬০ হাজার সমর্থকের সামনে খেলা সোজা কাজ নয়। তাই আমরা অনেকটা এগিয়ে থেকে নামব।”

এদিকে জানা যাচ্ছে আগামিকালে ম্যাচের টিকিট নিয়ে সমর্থকদের মধ্যে চাহিদা তুঙ্গে। ইতিমধ্যে টিকিট হাউসফুল।

আরও পড়ুন- জয়ে ফিরলো কেকেআর, লখনৌকে হারালো ৮ উইকেটে