Sunday, May 4, 2025

তরাই-ডুয়ার্স, পাহাড় – সকলকে নিয়ে জলপাইগুড়ির চালসায় পয়লা বৈশাখ উদযাপনে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের মানুষের সব ধরনের সংস্কৃতিকে যেমন তিনি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মেলালেন, তেমনি জলপাইগুড়ির মানুষও পয়লা বৈশাখে মুখ্যমন্ত্রীর টানে ছুটে এসে জনজোয়ারে পরিণত করলেন শোভাযাত্রাকে। বাংলা বছরের প্রথম দিন লোকনৃত্য-গীতে এক অন্য আঙ্গীকে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রবিবার পয়লা বৈশাখ চালসায় নববর্ষের জনসংযোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। চালসার টিয়াবন এলাকা থেকে চালসা গোলাই পর্যন্ত শিল্পীদের নিয়ে শোভাযাত্রায় পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীদের মধ্যে যেমন বাঙালি নৃত্যশিল্পী ছিলেন, তেমনই ছিলেন রাজবংশী থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিল্পীরাও, নেপালি আদিবাসী শিল্পীদের সঙ্গে নাগপুরি শিল্পীরাও। প্রথমেই ধামসায় কাঠি দিয়ে বাদকদের তালে তাল মেলান তিনি। এরপর শুরু হয় জাতীয় সড়ক ধরে পথ চলা। কখনও নৃত্যশিল্পীদের সঙ্গে বাজনার তালে পা দুলিয়ে, কখনও স্থানীয় বাজনা হাতে তাল মিলিয়ে শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও আবার শোভাযাত্রা থামিয়ে রাস্তায় গোল হয়ে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন শিল্পীরা। গোটা শোভাযাত্রাকে পরিচালনা করে এগিয়ে নিয়ে চলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় তিন কিলোমিটার পদযাত্রার মাঝে আম্বেদকর মূর্তিতেও মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের আগে উত্তরের জেলাগুলির বিভিন্ন এলাকায় ঘুরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রবিবার পথে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পেয়ে জাতীয় সড়কের দুধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। শোভাযাত্রা যত এগোতে থাকে ততই বাড়তে থাকে সেই শোভাযাত্রায় মানুষের সংখ্য়াও। দূরান্তে যত দূর চোখ যায় শুধুই মানুষের মাথা ও তাঁদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ও পথের দুধারে অপেক্ষা করা সাধারণ মানুষের থেকে ক্রমাগত অভিবাদন গ্রহণ করেন। কখনও পথের ধারে এগিয়ে এসে শিশুদের কোলে তুলে নেন। তবে সাধারণ নির্বাচনী শোভাযাত্রায় যেভাবে মানুষের অভিবাদন গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকে অনেকটাই আলাদা মেজাজে দেখা যায় তাঁকে। বাংলার সাংস্কৃতিক ভাবধারাকেও প্রচারের দায়িত্ব যে তিনি নিজের সঙ্গেই এগিয়ে নিয়ে যান, তাও এদিন উপস্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...
Exit mobile version