Friday, November 7, 2025

বাংলা বছরের পয়লাতেই শার্টলেস আবির! প্রকাশ্যে ‘বাবলি’র টিজার

Date:

নববর্ষে বাঙালি দর্শককে চমক দিলেন পরিচালক – বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পয়লা বৈশাখেই ‘বাবলি’কে (Babli) তুলে ধরলেন সকলের সামনে। মুক্তি পেল বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি ছবির টিজার।

সেখানেই চমকে দিলেন শার্টলেস আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। টলিউডের এই হ্যান্ডসাম হিরোকে এর আগে এভাবে দেখা যায়নি। তাই উচ্ছ্বসিত ফ্যানেরা। অভির চরিত্রে একদম মিলেমিশে গিয়েছেন হ্যান্ডসাম হাঙ্ক। বোঝাই যাচ্ছে তিনি বাংলার সব ‘বাবলি’দের মন জয় করতে চলেছেন। তবে এই ছবিতে অনবদ্য শুভশ্রী (Subhashree Ganguly)। সাহিত্যিক যেভাবে রক্তমাংসের করে গড়ে তুলতে চেয়েছিলেন নায়িকাকে, রাজ -ঘরনি যেন ঠিক তাই হয়ে উঠেছেন।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় আর সৌরসেনী মৈত্রকে নিয়ে প্রেমের রাগ অনুরাগের গল্প পর্দায় নিয়ে আসছেন রাজ। নাম ভুমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টিজারের শুরুতেই তাঁর সংলাপ, “কোন সাহিত্যিক আমার মতো মোটাসোটা মেয়েদের নায়িকা করে গল্প লেখে না।” ঠিক যেন অভিমান আর ঈর্ষার মিশেল। চরিত্রের সঙ্গে এক্কেবারে মানানসই নায়িকা। বুদ্ধদেব গুহর উপন্যাস যাঁরা পড়েছেন তাঁরা জানেন ছবিতে ঝুমার চরিত্রের গুরুত্ব কতটা। এখানে অভিনয় করছেন সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)। স্লিম অ্যান্ড ট্রিম ম্যাজিক ফিগারে নজর কেড়েছেন বটে। তবে এ ছবির মাস্টারস্ট্রোক যে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)তা আর বলার অপেক্ষা রাখে না। পর্দায় আবির- শুভশ্রী কেমিস্ট্রি দেখতে অপেক্ষা করতে হবে আগস্টের শেষ দিন পর্যন্ত। তবে অভিনয়ের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ডুয়ার্সের চালসা, সামসিং, মূর্তি নদী, ধূপঝোড়া যে নজর কাড়বে তা বোঝাই যাচ্ছে।

 

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version