Wednesday, December 24, 2025

১ লা বৈশাখে চেনা ছবি কলকাতা ময়দানে, বারপুজোতে মেতে উঠল ইস্ট-মোহন

Date:

Share post:

আজ ১ লা বৈশাখ। বাঙালির নতুন বছর । নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে আগামীর পথ চলা শুরু করে বঙ্গবাসি। এই দিনেই কলকাতা ময়দানে দেখা যায় এক নতুন রূপ। ছোট থেকে বড় ক্লাব গুলো মেতে ওঠে বারপুজোতে। আগামী মরশুমের শুভ সূচনা হয় এই দিন থেকে।

প্রতিবারের মতন এবারও মোহনবাগানে পালিত হয় বারপুজো। গান-বাজনা মেতে ওঠে সবুজ-মেরুন ক্লাব। ক্লাবে আসেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। ছিলেন সহ-সভাপতি কুণাল ঘোষ। ছিলেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দিপেন্দু বিশ্বাসরা। এদিন সকাল ৯ টায় বারপুজো আরম্ভ হয় মোহনবাগানে। বাগানের বারপুজতে ছিলেন ফুটবলার আমনদীপ এবং দিপেন্দু বিশ্বাস। আগামিকাল লিগ-শিল্ডের ম্যাচে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এই ম্যাচ নিয়ে সর্তক বাগান সচিব দেবাশিস দত্ত। লিগ-শিল্ড চ্যাম্পিয়নের জন্য লড়াইয়ে নামবে দল । এই নিয়ে তিনি বলেন, “ এটা বড় ব্যাপার। আমরা আশাবাদি দল নিয়ে। একই কথা বলেন ক্লাব সহ সভাপতি কুণাল ঘোষ। তিনি বলেন, কাল মোহনবাগান জিতুক। এতে শুধু মোহনবাগানের জয় হবে না। গোটা বাংলার জয় হবে।”

এদিকে মোহনবাগানের মতন একই ছবি দেখা যায় ইস্টবেঙ্গলেও। লাল-হলুদেও দেখা যায় বারপুজোর ছবি। ইস্টবেঙ্গল মাঠে সকাল ৮.৫৫ থেকে শুরু হয় বারপুজো । পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সহ সচিব রূপক সাহা, সহ সভাপতি রাহুল টোডি, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়। ছিলেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার। ছিলেন, প্রাক্তন খেলোয়াড় মনোরঞ্জন ভট্টাচার্য। ছিলেন এআইএফএফ সভাপতি কল্যান চৌবে। ছিলেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত, সহকারী প্রশিক্ষক ডিমাস দেলগাদো, অধিনায়ক ক্লেইটন সিলভা, সৌভিক চক্রবর্তী। লাল-হলুদের এই আবহে উচ্ছ্বসিত কুয়াদ্রাত।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...