Sunday, August 24, 2025

ভোটের মুখে আসানসোলে শুটআউট! অফিসে ঢুকে ব্যাবসায়ীকে গুলি করে চম্পট দুষ্কৃতীর

Date:

লোকসভা ভোটের(Loksabha Election) মুখে ফের রাজ্যে শুটআউট (Shootout)! সোমবার দূর্ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে আসানসোল (Asansol)। সূত্রের খবর, এদিন সকালে একটি মাইক্রো ফিন্যান্সের (Micro Finance)অফিসে ঢুকে একেবারে সোজা কর্নধারকেই গুলি করে খুনের অভিযোগ এক দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর নিহত ব্যবসায়ীর নাম উমাশঙ্কর চৌহান। মৃতের অফিসের সহকর্মীরা জানিয়েছেন, রবিবারই চেন্নাই থেকে ফিরেছিলেন উমাশঙ্কর। সোমবার সকালে অফিসে এসে কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। এমন সময় আচমকাই মুখে গামছা বেঁধে এক দুষ্কৃতী উমাশঙ্করের অফিসে ঢুকে তাঁকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর।

এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছে ব্যবসায়ীর দেহ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ব্যবসায়ীর মৃত্যুর আসল কারণ জানা যাবে। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে উমাশঙ্করের অফিসের এক কর্মী জানান, আজ সকালে উনি অফিসে এসে আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় এক জন এসে বলেন যে, তিনি টাকা দিতে এসেছেন। তবে যাঁর নাম করে টাকা দিতে এসেছিলেন, তাঁর নাম কখনও শুনিনি। এরপর ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যান।

 

কিছু সময় পরে ওই দুষ্কৃতী মুখে গামছা বেধে অফিসে ঢুকে উমাশঙ্করকে লক্ষ্য করে চার-পাঁচ বার গুলি চালায়। কাজ মিটতেই মুহূর্তের মধ্যে অফিস ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতী। যদিও প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের মুখে কে ওই ব্যবসায়ীকে খুন করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version