Saturday, November 8, 2025

ভোটের মুখে আসানসোলে শুটআউট! অফিসে ঢুকে ব্যাবসায়ীকে গুলি করে চম্পট দুষ্কৃতীর

Date:

লোকসভা ভোটের(Loksabha Election) মুখে ফের রাজ্যে শুটআউট (Shootout)! সোমবার দূর্ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে আসানসোল (Asansol)। সূত্রের খবর, এদিন সকালে একটি মাইক্রো ফিন্যান্সের (Micro Finance)অফিসে ঢুকে একেবারে সোজা কর্নধারকেই গুলি করে খুনের অভিযোগ এক দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর নিহত ব্যবসায়ীর নাম উমাশঙ্কর চৌহান। মৃতের অফিসের সহকর্মীরা জানিয়েছেন, রবিবারই চেন্নাই থেকে ফিরেছিলেন উমাশঙ্কর। সোমবার সকালে অফিসে এসে কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। এমন সময় আচমকাই মুখে গামছা বেঁধে এক দুষ্কৃতী উমাশঙ্করের অফিসে ঢুকে তাঁকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর।

এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছে ব্যবসায়ীর দেহ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ব্যবসায়ীর মৃত্যুর আসল কারণ জানা যাবে। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে উমাশঙ্করের অফিসের এক কর্মী জানান, আজ সকালে উনি অফিসে এসে আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় এক জন এসে বলেন যে, তিনি টাকা দিতে এসেছেন। তবে যাঁর নাম করে টাকা দিতে এসেছিলেন, তাঁর নাম কখনও শুনিনি। এরপর ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যান।

 

কিছু সময় পরে ওই দুষ্কৃতী মুখে গামছা বেধে অফিসে ঢুকে উমাশঙ্করকে লক্ষ্য করে চার-পাঁচ বার গুলি চালায়। কাজ মিটতেই মুহূর্তের মধ্যে অফিস ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতী। যদিও প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের মুখে কে ওই ব্যবসায়ীকে খুন করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version