Wednesday, August 27, 2025

ফের কপ্টারে নজরদারি! ‘সাফাই’ দিয়ে আয়করের পরে হেলিপ্যাডে নির্বাচন কমিশন

Date:

তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর দফতরের তল্লাশি নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করতেই এবার সরেজমিনে মাঠে নামল কমিশন। যদিও অভিযোগ নিয়ে কোনও উত্তর দেওয়া হয়নি কমিশনের তরফে। তবে সোমবারই দেখা গেল কমিশনের ফ্লায়িং স্কোয়াডের তিন সদস্য বেহালা ফ্লায়িং স্কোয়াডে হাজির। তাঁদের দাবি তাঁরা নির্দেশ পেয়ে সেখানে, যান এবং বাইরেই অপেক্ষা করেন।

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে সোনা, টাকা থাকার খবর পেয়ে খুঁজতে গিয়েছিলেন বলে দাবি আয়কর দফতরের আধিকারিকদের। কিন্তু কিছু না পাওয়ায় তাঁরা ফিরে যান। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, এভাবে কোনও বিজেপি নেতৃত্বের হেলিকপ্টারে তল্লাশি চালানোর সাহস কী কোনও কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিক পান? এই নিয়েই রবিবার বেহালা ফ্লায়িং স্কোয়াডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির কার্যকলাপের অভিযোগ জানানো হয় কমিশনে।

অভিযোগের কোনও উত্তর না দিয়েই সোমবার বেহালায় হাজির কমিশনের তিন সদস্যের প্রতিনিধি। তাঁদের দাবি, “কমিশন থেকে বলা হয়েছিল ওখানে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবেন। কাল একটা সমস্যা হয়েছিল, আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। প্রথমে একজন আধিকারিক আমাদের ভিতরে যেতে বলেছিলেন, তারপর আমি খবর নিলাম যে ভিতরে যেতে হবে না। আর কোনও নির্দেশ আসেনি”। রবিবার সমস্যার কথা আধিকারিক স্বীকার করলেও আয়কর দফতরের বিরুদ্ধে কোনও পদক্ষেপের ইঙ্গিতও কমিশনের তরফ থেকে পাওয়া যায়নি।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version