পুত্র-কন্যাকে দেখে অনুপ্রাণিত! ২০০ কোটির সম্পত্তি দান করে সন্ন্যাস নিয়ে ভিক্ষাবৃত্তির পথে গুজরাটের দম্পত্তি

বাকি জীবন সন্ন্যাসী হিসেবে কাটাতে চান। সেই জন্য নিজেদের ২০০ কোটির সম্পত্তি দান করে দিলেন গুজরাটের এক দম্পত্তি। ওই বিত্তশালী ব্যবসায়ীর নাম ভবেশ ভান্ডারী। তিনি জৈন ধর্মাবলম্বী। পেশায় নির্মাণ ব্যবসায়ী ভবেশ ভাণ্ডারী এবং তাঁর স্ত্রী গত ফেব্রুয়ারিতেই তাঁদের ধনসম্পদ দান করে দিয়েছেন। শুধু তাই নয়, তাঁদের সমস্ত জিনিসপত্র এবং অর্থ দান করার জন্য চার কিলোমিটার দীর্ঘ একটি শোভাযাত্রারও আয়োজন করেছিলেন তাঁরা।

এর আগে ২০২২ সালে দম্পতির ১৯ বছর বয়সি কন্যা এবং ১৬ বছরের পুত্র সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কন্যা এবং পুত্রকে দেখেই তাঁরাও অনুপ্রাণিত হয়ে সন্ন্যাস গ্রহণ করছেন বলে জানা গিয়েছে।

আগামী ২২ এপ্রিল তাঁরা পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে খালি পায়ে দেশভ্রমণ করে ভিক্ষা চাইবেন ওই দম্পতি। তাঁদের এই দেশভ্রমণে তাঁরা সঙ্গে নিয়ে যাবেন খালি দু’টি সাদা পোশাক, একটি ভিক্ষাপাত্র ও একটি ঝাড়ু। কোথাও বসার আগে ওই ঝাড়ু দিয়ে সেই স্থানটি ঝেড়ে নেন জৈন সাধকরা। যাতে করে তাঁদের জন্য কোনও কীটপতঙ্গের মৃত্যু না ঘটে। গুজরাটের দম্পত্তির এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই।

আরও পড়ুন- বাড়ির টাকা নিয়ে শুভেন্দুর ‘বিভ্রান্তকর’ পোস্ট! তথ্য দিয়ে সত্য প্রকাশ অভিষেকের