প্রচার পর্বের শেষলগ্নে কোচবিহারে অভিষেকের জনসভার প্রস্তুতি শেষ পর্যায়ে

আগামিকাল, মঙ্গলবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের গোপালপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বিজেপির গড়ে ভাঙন ধরাতে নির্বাচনের ঠিক তিনদিন আগে সেখানে জনসভা করতে আসছেন অভিষেক। তাঁর সভায় ব্যাপক জমায়েত হবে বলে মনে করছে জেলা নেতৃত্ব। ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শেষ।

শনিবারই কোচবিহার লোকসভা কেন্দ্রের সিতাইতে অভিষেক রোড শো করেছেন। সেখানে ব্যাপক জনসমাগম হয়েছিল। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। সিতাইতে তাঁর রোড শোয়ে জনপ্লাবন হয়েছে। নির্বাচন ঘোষণার পর এর আগে জেলায় এসে দলের নেতা, কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে গিয়েছেন অভিষেক। তাঁর ওই বৈঠকের পর জেলায় তৃণমূল আরও চাঙ্গা হয়েছে। যার সুফল তৃণমূল নির্বাচনে পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সিতাইতে তিনি বিজেপিকে নিশানা করে তীব্র আক্রমণ করেছেন। এবার নির্বাচনের প্রচার পর্বের একেবারে শেষলগ্নে জেলায় এসে তিনি কিভাবে বিজেপিকে নিশানা করেন, দলীয় নেতা-কর্মীদের কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূল শিবির।

আরও পড়ুন- পুত্র-কন্যাকে দেখে অনুপ্রাণিত! ২০০ কোটির সম্পত্তি দান করে সন্ন্যাস নিয়ে ভিক্ষাবৃত্তির পথে গুজরাটের দম্পত্তি