Tuesday, November 4, 2025

কানহাইয়াকে টিকিট! কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী?

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে দিল্লির আরও (Delhi) দুই আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস (Congress)। সূত্রের খবর, ভারতের রাজধানী শহরে হাত শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে টিকিট দেওয়া হয়েছে কানহাইয়াকে। তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপির মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। পাশাপাশি রবিবারই পাঞ্জাবের (Punjab) কয়েকটি আসনেও প্রার্থীর নামও ঘোষণা করেছে কংগ্রেস। তার মধ্যে অন্যতম পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির নাম। রবিবার ১০ জন লোকসভা প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি ওড়িশায় বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকাও ঘোষণা করেছে কংগ্রেস।

এদিকে আসনরফার পর স্পষ্ট দিল্লির তিনটি কেন্দ্রে লড়বে কংগ্রেস। জানা গিয়েছে, চাঁদনি চক থেকে জে পি আগরওয়াল এবং উত্তর পশ্চিম দিল্লি থেকে সাংসদ উদিত রাজকে প্রার্থী করেছে কংগ্রেস। তবে দিল্লিতে আসনরফা হলেও পাঞ্জাবে একলা চলো নীতি নিয়েছে আম আদমি পার্টি। আর সেকারণেই কংগ্রেস সবকটি আসনে প্রার্থী দেবে বলেই অনুমান। রবিবার সেরাজ্যের ৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। তার মধ্যে অন্যতম, জলন্ধর থেকে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। এছাড়াও অমৃতসরে গুরজিৎ সিং অজলা এবং ফতেগড় সাহিব থেকে অমর সিংকে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে।

পাশাপাশি কৃষক ভোট টানতে টিকিট দেওয়া হয়েছে অল ইন্ডিয়া কিসান উইংয়ের প্রধান সুখপাল সিং খায়রাকে। এছাড়াও আপ ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া ধারভীর গান্ধী পাটিয়ালা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খবর।

 

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version