Thursday, August 21, 2025

ভোটের মুখে উড়েছে ঘুম! কংগ্রেসের মহিলা মন্ত্রীকে মদ খাওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে বিজেপি নেতা 

Date:

লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা! তার আগেই এবার কর্নাটকের মহিলা মন্ত্রীর উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা সঞ্জয় পাটিল (Sanjay Patil)। কর্নাটকের(Karnataka ) মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী লক্ষ্মী হেব্বলকরকে সঞ্জয় ভালো করে ঘুমনোর জন্য মদ খাওয়ার পরামর্শ দিয়েছেন। যা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। এদিকে একজন মহিলা মন্ত্রীকে অপমানের প্রতিবাদে বিজেপিকে (BJP) আক্রমণ করেছে কংগ্রেস (Congress)। হাত শিবিরের অভিযোগ, এই ধরনের মন্তব্য করে সঞ্জয় শুধু মন্ত্রীকেই নয়, সমগ্র নারী সমাজকেই অপমান করেছেন।

 

ঠিক কী হয়েছিল?

শনিবার কর্নাটকের বেলগাবী শহরে একটি জনসভার আয়োজন করেছিল বিজেপি। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা সঞ্জয়। ওই লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেস প্রার্থী করেছে মৃণাল রবীন্দ্র হেব্বলকরকে। বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেন তিনি। এদিকে শেট্টরের সমর্থনেই ভাষণের সময়ে কংগ্রেস প্রার্থীর মাকে আক্রমণ করেন সঞ্জয়। এলাকায় বিজেপির প্রভাব প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আচমকাই বলেন, আমি কর্নাটকের আটটি আলাদা আলাদা অঞ্চলে দলের ইন-চার্জ হিসাবে কাজ করেছি। সব জায়গাতেই দেখেছি, মহিলাদের একটা বড় অংশ বিজেপি আসছেন। তাই আমি চাই, আমার এখানকার দিদি (লক্ষ্মী হেব্বলকর) ভালো করে ঘুমনোর জন্য রাতে ঘুমের ওষুধ খান। অথবা বাড়তি আরও এক পেগ মদ খেয়ে ঘুমাতে যান। ভোটের মুখে ওঁর ঘুম উড়ে গিয়েছে।

 

আর সঞ্জয়ের এমন মন্তব্যকে কেন্দ্র করে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে কংগ্রেস। পাশাপাশি বিজেপিকে ‘নারীবিরোধী দল’ বলে মনে করিয়ে একযোগে আক্রমণ করেছেন বিরোধীরা। এক্স হ্যান্ডলে কর্নাটক কংগ্রেসের তরফে লেখা হয়েছে, মহিলাদের যাঁরা ছোট করে দেখেন, তাঁদের শেষের সময় ঘনিয়ে এসেছে। বিজেপিরও পতন শুরু হয়েছে। তাই ওদের নারীবিরোধী মানসিকতা প্রকাশ্যে আসছে। কৌরব এবং রাবণের মতো ওরাও নিশ্চিহ্ন হয়ে যাবে।’’

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version