Monday, November 3, 2025

লরেন্সের গ্যাংকে পাল্টা চ্যালেঞ্জ! বুক ফুলিয়ে কাজ চালিয়ে যাওয়ার বার্তা ভাইজানের

Date:

বলিউডের (Bollywood )ভাইজান সলমন খানের (Salman Khan) বাড়িতে হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের (Laurence Bishnoi) গ্যাং।আনমোল বিষ্ণোই নামক একজন এই এক্স হ্যান্ডেলে পোস্ট করে হামলার দায় স্বীকার করেছেন বলে খবর। একইসঙ্গে তিনি ভাইজানকে সতর্কও করেছেন। রীতিমতো হুমকির সুরে জানিয়েছেন, পরেরবার গুলি আর বাড়ির দেওয়ালে লাগবে না। সোমবার সেই হুমকিকেই একেবারে দাবাং স্টাইলে উড়িয়ে সলমন বরং বুক ফুলিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, এই আবহেই নিজের ফিটনেস ব্র্যান্ড ‘বিয়িং স্ট্রং’ দুবাইতে শুরু করার ঘোষণা করলেন সলমন। পাশাপাশি ইন্ডাস্ট্রির স্বজন, বন্ধুবান্ধবদেরও একদম চিন্তা করতে নিষেধ করেছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রে খবর, সলমন নিজের টিমকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন কোনও কাজ যাতে বাতিল করা না হয়। এই গোলাগুলির ঘটনাকে কোনওরকম আমলই দিতে চাইছেন না তিনি। যদিও বর্তমানে কোনও সিনেমার শুটিং নেই ভাইজানের, তবে বেশ কয়েকটা বিজ্ঞাপনী ভিডিওর কাজ রয়েছে পর পর। সূত্রের খবর, তিনি তাঁর টিমকে নির্দেশ দিয়েছেন, যাই হয়ে যাক না কেন, কাজের দিনক্ষণে কোনও পরিবর্তন হবে না।

 

এদিকে রবিবার হামলার পরেও সোমবার সকালে ভাইজানের বাবা সেলিম খান নিত্যদিনের মতোই প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন। খুনের হুমকির পর থেকে বহুদিন ধরেই বুলেট প্রুফ গাড়ি, Y ক্যাটাগরির নিরাপত্তাবলয়ে থাকেন তিনি। তাই এবারেও সলমন নির্ভয়ে রয়েছেন। গত বছরই তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছিল, জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে প্রথম ১০ জনের মধ্যেই সলমন খানের নাম রয়েছে। তারপরই অভিনেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল বুলেট। তবে মুম্বইয়ে দুষ্কৃতীরাজ ক্রমাগত বেড়ে চলায় তীব্র চাঞ্চল্য গোটা বানিজ্যনগরীতে।

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version